চাকরি পাওয়া বা চাকরির জন্য ইন্টারভিউ (Interview) দিতে যাওয়া মোটেই কিন্তু মুখের কথা নয়। চাকরি তো অনেকেই করেন কিন্তু চাকরির আগের ধাপ অর্থাৎ ইন্টারভিউ দেওয়া মোটেই সোজা কাজ নয়।
ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বাঘা বাঘা মানুষের ঘাম বেরিয়ে যায়। টেনশনে অনেকের হাত পা ঠাণ্ডা হয়ে যায়। কেমন প্রশ্ন করবে, কী ধরনের প্রশ্ন করবে, যারা ইন্টারভিউ নেবেন নেবেন তাঁদের সামনে নিজেকে পরিপাটি লাগছে নাকি বোকা বোকা দেখতে লাগছে, প্রভৃতি হাজারো কথা মাথার মধ্যে আমাদের ঘুরতে থাকে।
আপনি একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, কিন্তু মুখোমুখি প্রশ্নের উত্তর দিতে গেলে ঘাম ছুটে যায় অনেকের। অনেক সময় প্রশ্নগুলো খুব জটিল হয়। উত্তর হয়তো সোজা কিন্তু এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে অনেকেই ভয় পেয়ে যান। এহেন অবস্থায় আপনি কীভাবে নিজেকে তৈরি করবেন বা কেমন প্রশ্ন এলে কীভাবে উত্তর দেবেন সে সম্পর্কে একটু জেনে নিন।
প্রশ্ন: আপনি কি পরপর দিনের নাম বলতে পারেন, কিন্তু কোনো বারের প্রয়োগ করতে পারবেন না?
উত্তর : গতকাল, আজ ও আগামীকাল।
প্রশ্ন: একজন মানুষ কীভাবে আট দিন না ঘুমিয়ে বাঁচতে পারে?
উত্তর: কারণ সে রাতে ঘুমায়।
প্রশ্ন: প্যারাসুট ছাড়াই যদি একজন ব্যক্তিকে বিমান থেকে ফেলে দেওয়া হয়, কিন্তু সে বেঁচে যায়। কিভাবে?
উত্তর: কারণ ওই সময় বিমানটি রানওয়েতে ছিল।
প্রশ্ন: আপনি যদি নীল সমুদ্রে একটি লাল পাথর নিক্ষেপ করেন তবে তার কী হবে?
উত্তরঃ পাথর ভিজে যাবে অথবা ডুবে যাবে।
প্রশ্ন: আপনি প্রাতরাশে কী খেতে পারবেন না?
উত্তর : রাতের খাবার।
প্রশ্ন: মহাত্মা গান্ধী কখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন?
উত্তর: ১৮৯৩ সালে
প্রশ্ন: ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কী?
উত্তর: সমঝোতা এক্সপ্রেস।
প্রশ্ন: চৌরি-চোরা ঘটনা কখন ঘটেছিল?
উত্তর : ৫ ফেব্রুয়ারি, ১৯২২
প্রশ্ন: ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন কখন চালু হয়েছিল?
উত্তর: ১৯২৫
প্রশ্ন: বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয়?
উত্তর : ১৯০৫
প্রশ্ন: আচ্ছা বলুন তো, রাতে কোন জিনিসটা বিছানায় নেওয়ার স্বাদ বেশি হয়?
উত্তর: ঘুম।