আজীবন করতে হবে না SIM রিচার্জ, মাত্র ১৮০০ টাকা দিয়ে এই ডিভাইস কিনে বাঁচান টাকা

বর্তমানে রিচার্জের খরচে যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের পক্ষে রিচার্জ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যাদের দুটি সিম (Sim Card) রয়েছে তাদের তো বলারই নেই কিছু। কিন্ত রিচার্জ থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে করতে হবে একটি ছোট্ট কাজ, কিনে ফেলতে হবে এই ছোট্ট ডিভাইস।

jsp6d6wps8

প্রতিবছর রিচার্জের খরচ যেহারে বাড়ছে সেখানে স্বস্তি পাওয়ার কোনো লক্ষণই নেই। কিন্তু সেখানে স্যাটেলাইট ফোন অথবা ওয়াকিটকি ব্যবহার করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এমনিতে সেটির দাম অনেক হলেও ফ্লিপকার্টের সৌজন্যে দাম কমেছে।

ডিভাইসের নাম Baofeng BF-888S। ছোট্ট ওয়াকি টকি টু ওয়ে রেডিও সেটি। এবার রিচার্জ থেকে মুক্তি পেতে আপনাকে খরচ করতে হবে ১৭৯৯ টাকা। যদিও ডিভাইসটির দাম এর থেকে অনেকখানি বেশি থাকে। কিন্তু বর্তমানে ফ্লিপকার্ট ৫৫% ছাড় দিয়েছে, আর সেজন্যই এতটা কম দামে পাওয়া যাচ্ছে এই ডিভাইস।

851280 satellite phone 072319

জানিয়ে রাখি এই ডিভাইসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটির রেঞ্জ। প্রায় ৬ কিমি পর্যন্ত কাজ করতে পারে এই ডিভাইসগুলি। আবার কথা বলার জন্য বেশি কিছু করারও প্রয়োজন নেই। কিনেই কথা বলতে শুরু করে দিতে পারেন আপনি। এছাড়া রিচার্জের ঝামেলাই থেকে মিলবে মুক্তি !

আপনি বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যাবহার করতে পারবেন এই ডিভাইস। দামের তারতম্যে আমাজন ফ্লিপকার্টের মত অনলাইন শপিং পোর্টালে এরকম আরো অনেক ডিভাইস উপলব্ধ। এগুলোর সাউন্ড কোয়ালিটি আরো দারুণ হয় এবং সেইসাথে সারাদিন কথা বললেও কিন্তু আপনার খরচ আর বাড়বে না! তাহলে আর দেরি কিসের? কিনে ফেলুন একখানা এমন ডিভাইস।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button