যতই ট্যাব, ল্যাপটপ, ওটিটি প্ল্যাটফর্ম আসুক না কেন মানুষের মধ্যে টিভি (Television) দেখার প্রবণতা একটুও কমেনি। আপনার TV-ও কি খারাপ হয়ে গেছে? আপনিও কি নতুন টিভি কেনার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্যে।
আজ বিশ্ব টেলিভিশন দিবস। আর এই বিশেষ দিনে দারুণ অফার আনল ই কমার্স সংস্থা Amazon। আজ বিশ্ব টেলিভিশন দিবসে অ্যামাজন দিচ্ছে সবচেয়ে সস্তা টিভি কেনার সুযোগ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিশেষ বিষয় হল যে আপনি ৩০,০০০ টাকারও কম দামে টিভি কিনতে পারেন।
যেমন আপনি কিনতে পারেন Redmi F সিরিজের ৪কে ইউএইচডি টিভি কিনতে পারেন। এতে রয়েছে ৬০ হার্জ এইচডিআর১০ স্ক্রিন, ২৪ডব্লিউ স্পিকার, ডলবি অডিও ও ফায়ারওএস সফটওয়্যার। ই-কমার্স প্ল্যাটফর্মে এই স্মার্ট টিভির দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও ব্যাংক অফারের মাধ্যমে টিভিতে ৪,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। যারা গুগল টিভি ওএস থেকে আলাদা অভিজ্ঞতা চান, তারা এই টিভিটি কিনতে পারেন।
এছাড়া ওয়েস্টিংহাউস কোয়ান্টাম সিরিজ ৪কে ইউএইচডি এলইডি টিভিতে রয়েছে ৬০ হার্জ এইচডিআর-কমপ্লায়েন্ট স্ক্রিন, ৪৮ ওয়াট সাউন্ড আউটপুট, কোয়াড-কোর প্রসেসর, গুগল টিভি ওএস, ডলবি ভিশন সাপোর্টসহ অনেক অসাধারণ ফিচার। অ্যামাজনে আপনি মাত্র ২৮,৯৯৯ টাকায় টিভিটি কিনতে পারবেন। ব্যাঙ্ক অফার সম্পর্কে বলতে গেলে, আপনি এটিতে ক্যাশব্যাক এবং ৪৫০০ টাকা ছাড়ও পেতে পারেন। এটি অনেকটাই বড় টিভি।
স্মার্ট টেলিভিশনে ৪কে ৬০ হার্জ এইচডিআর ১০+ স্ক্রিন, গুগল টিভি ওএস, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং আরও অনেক কিছু রয়েছে। অ্যামাজনে এই টিভিটি কিনতে পারবেন ২৬,৯৯৯ টাকায়। এছাড়াও, ব্যাংক অফারের মাধ্যমে ৪৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যারা মিডরেঞ্জ টিভিতে কিউএলইডি প্যানেলযুক্ত স্মার্ট টিভি চান তাদের জন্য এটি সেরা বিকল্প হতে পারে বৈকি।