এটাই ভারতের সবথেকে কম দূরত্বের রেল রুট, সফরের জন্য যাত্রীদের থেকে নেওয়া হয় না এক টাকাও

ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা বেশ অন্যরকম। যাত্রাপথ দীর্ঘ হওয়ার কারণে রেলে (Indian Railways) ঘুরতে বেরিয়েও বেশ ভালো লাগে। ভারতের (India) এত বিস্তৃত রেলপথ যে তার সাথে জুড়ে রয়েছে নানান অজানা কাহিনী। কিন্তু সেই সমস্ত কাহিনী একবারে বলে সম্পূর্ন করা সম্ভবনা। আমরা এর আগেও রেল সম্পর্কিত নানান খবর জানিয়েছি। আজ তেমনই একটি বিশেষ গল্প জানাতে চলেছি আমরা।
আমরা আজ যে কথা বলতে চলেছি সেটাও বেশ মজাদার। আজ আমরা এমন এক ট্রেন যাত্রার কথা বলতে চলেছি যেখানে যাত্রা এতই সংক্ষিপ্ত যে, মতে ৩ কিমি দূরত্বের জন্য সেখানে ট্রেন চালানো হয়। এটাই ভারতের সবথেকে ছোট ট্রেন সফর। এই ট্রেনটি অজনি এবং নাগপুরের মধ্যে ৩ কিমি দূরত্বের জন্য চলে থাকে।
আপনাদের জানিয়ে রাখি যে, এই একটিমাত্র ট্রেন চলার জন্যই রয়েছে লাইনটি। এখানে ওই নাগপুর-অজনি প্যাসেঞ্জার” ট্রেনটিই কেবল ছোটে। যাত্রা শুরু থেকে শেষ করতে মোট ৯ মিনিটে লাগে। এই লাইনে আপনি ভ্রমণের সময় দেখতে পাবেন নানান দর্শনীয় দৃশ্য।
কিন্তু এই লাইনে যাতায়াত করার জন্য টিকিটের প্রয়োজন পড়েনা। ৩ কিমি দূরত্ব যাওয়ার যাবতীয় খরচ বহন করে রেল প্রশাসন। ট্রেন লাইনটি পুকুর এবং মাঠের মধ্য দিয়ে যায়, এবং সবুজ বনানীর মধ্য দিয়ে বহুদূর অবধি বিস্তৃত অরন্য দেখতে পাবেন।