সত্যিই কী ডিভোর্স হচ্ছে নচিকেতার? এবার মুখ খুললেন স্বয়ং গায়ক

মাত্র কয়েকদিন আগেরই কথা, বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty) হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ডিভোর্স নিয়ে পোস্ট দেন! ছবির সাথে সাথেই ওপরে ক্যাপশন, ‘যাহ্! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।” সেই নিয়ে নেট মধ্যমে শুরু হয় নানান আলোচনা। বহু জল্পনা কল্পনার পর অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে।
নচিকেতার পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে একরকম ঝড় বয়ে যায়। ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলতে থাকে। তার অনুরাগীরা অবশ্য কল্পনা করে নেন যে, এটা হয়তো তার নতুন গানের প্রচার! যদিও সেইসময় কোনো উত্তর পাওয়া যায়নি।
নচিকেতা নিজেও কিছু স্পষ্ট জানাননি, আবার তার মেয়েকে প্রশ্ন করলে তিনিও বলতে চাননি। কিন্তু অবশেষে তার ৮ দিন পর উত্তর মিলল। না, ব্যক্তিগত জীবনে ডিভোর্স হচ্ছেনা নচিকেতার। তিনি আসলে নতুন গান নিয়ে হাজির, যার নাম ‘হ্যাপি ডিভোর্স’।
এই গানের সমস্ত অবদান তার। সুর, কথা সবই নচিকেতা চক্রবর্তীর দেওয়া। বিচ্ছেদ কি কখনও আনন্দের হয়? নাম শুনে এমন প্রশ্ন উঠে আসছে চারিদিকে। নচিকেতা অবশ্য জানান যে, তিনি এরকম একটি গান তৈরি করেছেন। আগামী ২৭ জানুয়ারি ফেসবুক এবং ইউটিউবে মুক্তি পাবে তার সেই গান।