অহংকারের পতন, কাঁচা বাদাম খ্যাত ভুবনের মুখে মানবতার সুর! গাইলেন নতুন গান, ভাইরাল ভিডিও

কাঁচা বাদাম… এক সময়ে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই গান। ইনস্টাগ্রামের রিল হোক বা বাস্তব…তখন সকলের মুখে মুখে এই একটাই গান। এদিকে এই গান গেয়ে রাতারাতি লাইমলাইটে উঠে এসেছিলেন ভুবন বাদ্যকার।

পশ্চিমবঙ্গে চিনাবাদাম বিক্রি করা ভুবন বাদ্যকার তার চিনাবাদাম বিক্রির জন্য ‘কাঁচা বাদাম’ গাইতেন এবং এই গানটি তাকে খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারনেট সেনসেশন করে তোলে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ভিডিওটি ইন্টারনেটে আপলোড করার পরে তিনি তারকা হয়ে হয়ে যায় এই গানের।

যদিও সেই একটা কথা আছে না, যার উত্থান আছে তার পতনও আছে, ঠিক যেমনটা ঘটেছে এই ভুবন বাদ্যকারের সঙ্গে। যে হারে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল ঠিক সেই হারেই তার জনপ্রিয়তাও হু হু করে কমতে থাকে। এমনকি এক দুটো অ্যালবাম করার পরে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘এখন আমি তো ফেমাস, আর এখন কাঁচা বাদাম কেন বিক্রি করব?’

এরপরেই তাঁর পতনের দিন যেন শুরু হয়। আসতে আসতে হারাতে বসেছেন ভুবন বাদ্যকার। তবে নতুন করে এক গান গেয়ে শিরোনামে উঠে এলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত এই ভুবন বাদ্যকার। সম্প্রতি তিনি নিজের বাড়িতে বসে এই গানটি গেয়েছেন।

তবে এখানে বলে রাখা ভালো, যদিও এই গানটি তার নিজস্ব গান নয়। তিনি এবার গেয়েছেন লোকসঙ্গীত পরীক্ষিত বালার ‘আমি গুরু না ভজিলাম’ গানটি। এই গানের কিছু লাইন এদিক ওদিক করে তাকে গাইতে দেখা গিয়েছে। গানটি গাওয়ার পাশাপাশি তিনি তা নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন এবং সেখানে ভুবন বাদ্যকার লিখেছেন ‘অনেকদিন পর গান গাইলাম’।

আপনি জানলে হয়তো অবাক হবেন, এক সময়ে ভুবন বাদ্যকার বলেছিলেন, ‘কাঁচা বাদাম’ গানটি আমাকে বিখ্যাত করে তুলেছিল, কিন্তু এখন আমি আমার বাড়িতে থাকতে পারছি না।‘ ভুবন বাদ্যকারের অভিযোগ, বীরভূমের একটি সংস্থা এবং তার মালিক ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি লিমিটেডের (আইপিআরএস) অজুহাতে তাঁর কাছ থেকে গানটি নিয়ে ছিলেন এবং তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন।