মা বলেই সম্ভব, ছেলে কোলে নিয়েই মঞ্চে উঠলেন শ্রেয়া ঘোষাল! ভাইরাল মিষ্টি ভিডিও

শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), ভারতীয় সঙ্গীত জগতে এক অনন্য নাম। পথচলা শুরু হয় রিয়েলিটি শো এর মঞ্চ থেকে। সেখান থেকে আজ তিনি ভারত তো বটেই, সারা পৃথিবীজুড়ে খ্যাতি লাভ করেছেন। আজ ভারতে এমন কেও নেই যিনি শ্রেয়াকে চেনেন না। তার সুরের জাদুতে মেতে রয়েছে সারাদেশ।

সুর সম্রাজ্ঞী শ্রেয়ার গলায় যেন জাদু রয়েছে। সুরের মূর্চ্ছনায় মুগ্ধ শ্রোতাগণ। তবে আজ তিনি শুধুই একজন গায়িকা নন। তিনি একজন মা। শ্রেয়া যেমন রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, তার ছেলেও তেমনই হয়েছে। নিজের ছেলের ছবি ভিডিও শেয়ার করেন শ্রেয়া।

shreya ghoshal 1799987590f original ratio

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ট্যুর, কনসার্টে ছেলেকে সাথে নিয়েই যান শ্রেয়া। ছেলেকে নিয়েই মঞ্চে দেখা যায় তাকে। ‘যে রাঁধে সে চুলও বাঁধে’ এই কথার প্রকৃষ্ট উদাহরণ তিনি। ছেলে দেবযানকে নিয়েই মঞ্চে উঠে যান শ্রেয়া। আর সেই ভিডিও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছেন শ্রেয়া। আপাতত তিনি রয়েছেন কিউয়ীদের দেশে। ওকল্যান্ডে মঞ্চে নামার আগে মহড়া দিচ্ছিলেন তিনি। আর সেখানেই মায়ের কোলে দেখা গেল ছোট্ট দেবযানকে। দলের অন্যদের সাথে নিয়ে মহড়া দিচ্ছিলেন শ্রেয়া। আর মায়ের কোলে চুপটি করে গান শুনতে ব্যস্ত ছোট্ট দেবযান।

সঙ্গীতের দুনিয়ার মধ্যেই বড় হচ্ছেন ছোট্ট দেবযান। সেখানে মায়ের গানে বেশ সুরে দুলতে দেখা যায় তাকে। শত কাজের মাঝেও যেভাবে ছোট্ট দেবযানকে সামলে রেখেছেন শ্রেয়া, তাতে অবাক সারা নেটপাড়া। অনেকের মতে এটা কেবল মা বলেই সম্ভব।

বর্তমানের অটো টিউনের দুনিয়ায় ব্যতিক্রমী শ্রেয়া ঘোষাল। তার গলার সুর মাত দিতে পারে হাজারো অটো টিউনকে। আর সেই কারণেই আইটেম নাম্বার হোক অথবা ব্রেকআপ সং, সবেতেই সুপারহিট তিনি। আর তাই আজ বলিউডে প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button