আমির খানের হাল দেখে ভয় পেলেন শাহরুখ খান? সরলেন ‘ডন ৩’ ছবি থেকে

বলিউডে খানদের জমানা এবার শেষ হতে চলেছে। আমির খানের (Aamir Khan) লাল সিং চাড্ডা এর ভয়াবহ ব্যর্থতার পর তিন খানই এখন ভীত সন্ত্রস্ত। সুপারস্টার মিস্টার পারফেকশনিস্ট আমির খান স্বয়ং নিজে আকুতি মিনতি করেও বাঁচাতে পারেননি ছবির পতন। করিনা কাপুর (Kareena Kapoor) এবং আমির খান এর পুরনো কিছু মন্তব্যের ফলে বিরাট ক্ষতির মুখে পড়তে হয় ছবির নির্মাতাদের। বলিউডে সেই নিয়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যে, বলিউডের বাদশাহ স্বয়ং পিছু হটেছেন তার আসন্ন আর এক ছবি থেকে।

শাহরুখ খানের (Shah Rukh Khan) ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি Don 3 নিয়ে বহুদিন ধরেই অনেক জল্পনা কল্পনা শুরু হয়। আসলে এর আগে প্রথম দুই পার্ট দারুন হিট হয় বক্স অফিসে, তারপর থেকেই তৃতীয় ছবির সিক্যুয়েল নিয়ে শাহরুখের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিটি যে বক্স অফিসে আসবে সেই নিয়ে বহুদিন ধরেই কানাঘুঁশোয় শোনা যাচ্ছে।

জানা যাচ্ছে যে, Don-3 তে শাহরুখের সঙ্গে দেখা যাবে অমিতাভকেও, আবার কখনো জল্পনা চলছে নায়িকা নিয়ে। তবে এবার আরেক রিপোর্টে জানা যাচ্ছে যে, এবার নাকি স্বয়ং শাহরুখ নিজেই ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, শাহরুখকে Don 3 এর প্রস্তাব দেওয়া হলেও তিনি নিজেই ফিরিয়ে দেন। কারণ সম্পর্কে বলেন যে, তিনি সম্পূর্ণ আশ্বস্ত হতে পারছেন না এই ছবি নিয়ে।

এছাড়া ডন চরিত্রটি আবার শাহরুখের অত্যন্ত প্রিয়। তাই সম্পূর্নরূপে সমস্ত কিছু ঠিকঠাক না হলে তিনি সেখানে অভিনয় করতে রাজি নন। এছাড়া বলিউডে খানদের যা হাল তাতে ছবির অনিশ্চিত ভবিষ্যত নিয়ে এগোতে রাজি নন কিং খান। আর বর্তমান পরিস্থিতি নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছেন তিনি।

shah rukh khan 1

যেভাবে আমির খান দর্শকদের পায়ে ধরতে বাকি রেখেছিলেন তাতে বোঝা যাচ্ছে যে, বলিউড এবং বিশেষত খানদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। তাই সবার প্রথমে চিত্রনাট্য ঠিক করার দিকে মন দিয়েছেন শাহরুখ। আর সেই কথা অনুযায়ী আবারো ছবির গল্পকে পুনবিবেচনায় বসেছেন ফারহান আখতার। এবার সব কিছু ঠিক হওয়ার পরেও কিং খান রাজি হন কিনা সেটাই দেখার।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button