এবার বন্দে ভারত চেপে যাওয়া যাবে সিকিমও! পরিকল্পনা বাস্তবায়নের পথে ভারতীয় রেল

ভ্রমণপিপাসু বাঙালি। তাই বাঙালির ঘোরাঘুরির কোনো সময় লাগেনা। বছরের বিভিন্ন সময়ই ঘুরতে বেশ ভালো লাগে বাঙালির। তো বাঙালির ভ্রমণের তালিকায় বেশ ওপরের দিকে রয়েছে সিকিম (Sikkim)। বিভিন্ন সময়ে সেখানে হাজার হাজার বাঙালিকে দেখা যায়।

কিন্তু তার চেয়েও একটা বড় অংশের মানুষের যাওয়া হয়ে ওঠেনা। আর এজন্য দায়ী রেল (Indian Railways) ব্যবস্থা। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ট্রেনের ওপরই নির্ভরশীল। বিশেষ করে দূর যাত্রার পথের জন্য রেলব্যাবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সিকিমে রেল যোগাযোগের সুবিধা নেই। এদিকে বর্ষার সময় পাহাড়ি ধসের কারণে পর্যটক থেকে শুরু স্থানীয় মানুষ প্রত্যেকের বিরাট সমস্যা হয়।

কিন্তু আর নয়, এবার সিকিম যাওযার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা হতে পারে শীঘ্রই। আসলে সেবক রংপো রেললাইন প্রকল্পের কাজ সম্পূর্ন হলেই এই স্বপ্ন বাস্তবায়িত হবে। এই রেল লাইন প্রথমে গ্যাংটক এবং তারপর একেবারে ভারত-চীন সীমান্ত পর্যন্ত চলে যাবে। এমনকি নাথুলা পাস পর্যন্ত যাওয়া যাবে এই রেল পথ ধরেই।

vande bharat

আপনাদের আরো জানিয়ে রাখি যে, এই রেল পথটি যে কেবলমাত্র সাধারণ যাত্রীদের জন্যই ব্যবহৃত হবে তা নয়, এই রেলপথ প্রতিরক্ষা ক্ষেত্রেও এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১৪টি টানেল, ২১টি ব্রিজ নিয়ে তৈরী হচ্ছে নতুন রেলপথ। মোট ৪০৮৬ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে, সেখানে মোট ৫টি স্টেশন থাকছে।

আপাতত লাইন পাতার কাজ চলছে সেভক, রিয়াং, মেল্লি, রংপোতে। তবে এখন কয়েকটা দিন একটু কষ্ট করেই যেতে হবে। খাবার আছে যে, আগামী ২০২৪ সালের একদম শুরুতেই উদ্বোধন হবে এই লাইনের।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button