আর সমস্যা হবেনা রেশন দোকানে, বয়স্কদের জন্য এই দারুণ সুবিধা শুরু করল রাজ্য সরকার

খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে। রেশন ব্যবস্থাকে (Rationing) কাজে লাগিয়ে খাদ্য সংকটের মতো সমস্যার থেকে নিষ্পত্তি চেয়েছে রাজ্য সরকার। এবার কোনো গ্রাহক যাতে রেশন দোকান থেকে ফিরে না যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। চলুন দেখা যাক কি আপডেট এসেছে রাজ্য সরকারের তরফে।

প্রথমেই পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে রেশন দোকানে কারচুপি বন্ধ করা যায়। সেজন্য অবশ্য আজকাল আধার কার্ড লিংক করে দেওয়া হয়েছে। তবে একইসাথে আধার যোগের পর থেকে বাতিল হয়েছে বহু রেশন কার্ড (Ration Card)। এতদিন অবৈধভাবে খাদ্য সামগ্রী তোলা হলেও এবার থেকে আর সেই সমস্যা থাকছেনা। বিশেষ করে রেশন ডিলারের কারচুপি রুখতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে।

রাজ্য সরকারেরও বিরাট মোটা অংকের ক্ষতি হয়েছে কারচুপির জন্য। সাথে আবার যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছেন তাদের প্রাপ্য সামগ্রী থেকে। আর সেজন্য শুরু করা হয়েছে বায়োমেট্রিক লক। এতে কারচুপি অনেকটাই কমে গিয়ে যেমন রাজ্য সরকার ক্ষতির হাত থেকে বেঁচেছে। তেমনই আসল গ্রাহকই যে তার সামগ্রী পাচ্ছেন সেব্যাপারেও নিশ্চিত থাকা যাচ্ছে।

ration shop 1fa

যদিও সেখানেও বেশ সমস্যার সম্মুখীন হতে হয় সরকারকে। শারীরিক অসুস্থতা সহ অন্যান্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা সশরীরে রেশন ডিলারের কাছে উপস্থিত হতে পারেন না বহু গ্রাহক। ডিলারদের কাছে নিজে উপস্থিত নাহলে রেশন পাওয়া যেত না। কিন্তু এবার রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সবাই বেশ নিশ্চিন্তেই খাদ্য সামগ্রী তুলতে পারবেন।

জানিয়ে রাখি, যারা রেশন দোকানে পৌঁছাতে পারবেন না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। শুরু করা হয়েছে নমিনেশন পদ্ধতি। সেখানে এই পদ্ধতি মেনে যে কেউ দায়িত্ব দিতে পারেন খাদ্য সামগ্রী তোলার জন্য। এজন্য প্রথমে ফর্ম ১৫ তুলে নিতে হবে (খাদ্য দফতরের অফিস অথবা https: //food.wb.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে)। এরপর আপনি ফর্ম ফিলাপ করে বাড়ির যে কোনও দুজনকে মনোনীত করতে পারেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button