বৈশাখে শুভ পরিণয়, সুজাতার বিয়ের মেন্যুতে থাকবে বিশাল চমক! ফাঁস করলেন নিজেই

সুজাতা খান (Sujata Mondal khan), ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বেশ খবরে আসেন তিনি। শাসকদল তৃণমূলের হয়ে ভোটে লড়েন সুজাতা। স্বামী BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এরপর অবশ্য সম্পর্কে তিক্ততা আসায় বেরিয়ে আসেন সেখান থেকে।

   

দুজনের ডিভোর্স মামলাও প্রায় শেষের দিকে। এমতাবস্থায় সুজাতার জীবনে এন্ট্রি নিয়েছেন এক নতুন মানুষ। আর তার সাথে আরো একবার বিয়ের পিঁড়িতে বসার প্ল্যান করছেন সুজাতা। ফলাও করে ঘোষণা করেছেন বিয়ের ব্যাপারে। শাসকদলের নেত্রী সংবামাধ্যমের সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছেন। তাহলে কবে সাতপাক ঘুরছেন তিনি?

sujata 1200x768

সুজাতা তার বিয়ের বিষয়ে জানান, “এখনই তারিখ বলা সম্ভব নয়। বাঙালিদের চৈত্র মাসে বিয়ে হয় না। এমনকী, কেনাকাটা করার জন্যও অনেক নিষেধাজ্ঞা রয়েছে। এই মাসে তাঁরাই বিয়ে করেন, যাঁরা প্রেম করে পালিয়ে যান। কিন্তু, আমার সেই রকম কোনও ইচ্ছে বা পরিকল্পনা নেই। বাড়ির সকলেই ওকে মেনে নিয়েছে। সকলের মতামত নিয়েই আমরা বিয়েটা সারব।”

বৈশাখ মাসেই বিয়ে করবেন কিনা তার জবাবে সুজাতা জানান, “বিয়ে তো এক কথায় হয় না। অবশ্যই অনেক কেনাকাটা করতে হবে। আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি।” তবে বিয়ের মেনু নিয়ে বেশ ব্যতিব্যস্ত তিনি। সুজাতার কথায়, “আমি একেবারেই ‘কমন’ মেনু চাইছি না। আমার বিয়েতে যাঁরা আমন্ত্রিত থাকবেন তাঁদের আপ্যায়নে আমি কোনও ত্রুটি রাখতে নারাজ। এখনই মেনু ফাঁস করব না। তবে চমক অবশ্যই থাকবে।”

তৃণমূল নেত্রীর বক্তব্য, “নতুন জীবন শুরু করার আগে বহু মানুষের আশীর্বাদ পাচ্ছি। এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। পুরনো সম্পর্কে জীবন জর্জরিত হয়েছিল। কিন্তু, নতুন করে বাঁচার অধিকার সকলেরই রয়েছে। আমিও নতুন করে বাঁচতে চাই।” এর আগে সৌমিত্রর বিরুদ্ধে অভিযোগ হানেন যে, তিনিই নাকি বিয়ের পরেও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

soumitra sujata khan 1200x720

জানিয়ে রাখি, প্রথমে বিয়ে ভাঙতে রাজি থাকেননি সুজাতা। তবে পরবর্তী সময়ে সৌমিত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে সরে আসেন তিনি। সৌমিত্র খাঁ অবশ্য কিছুই বলতে চাননি এই নিয়ে।