বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই আসছে ডাক, এই সফলতা বাবা দেখে যেতে পারলেন না! আফসোস শাশ্বতর

বাংলা অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র শ্বাশ্বত চট্টোপাধ্যায়। যেমন চরিত্রে তাকে অভিনয় করতে বলা হয় সেখানেই মানিয়ে নেন তিনি। সব ধরনের ছবির সবরকম চরিত্রে মানানসই করে নেন নিজেকে। এমনকি তার সমালোচকরাও তার প্রশংসা করতে বাধ্য হন। তিনি আবার ফিরছেন বড়পর্দায়। আগামীতে তাকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। তার আসন্ন ছবি তীরন্দাজ শবর।
দীর্ঘ ২৫ বছর ধরে অভিনয় জগতে রয়েছেন শাশ্বত। তার এই সুদীর্ঘ অভিনয় জীবনে অনেকরকম চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাংলার দুই বিখ্যাত ফেলুদা এবং ব্যোমকেশ, উভয় ক্ষেত্রেই স্বমহিমায় বিরাজমান হলেও সত্যান্বেষী বা ফেলুদা হওয়া তার ভাগ্যে জোটেনি। দুই ক্ষেত্রেই তিনি ছিলেন তোপসে আর অজিত হয়ে। তবে তার অভিনীত প্রথম গোয়েন্দা চরিত্র শবর বক্স অফিসে বিরাট হিট হয়েছিল। তাও আবার তিন ছবির তিনটিই।
তবে শুধু বাংলা ছবিতেই নিজের প্রতিভাকে আটকে রাখেননি তিনি। বলিউডে প্রায়ই দেখা যায় তাকে। তবে এবার তার ডাক পড়লো দক্ষিণ ভারত থেকে। আর এক সাক্ষাৎকারে এই নিয়ে বলতে গিয়ে নিজের আফশোস জানান অভিনেতা। তার এত কাজ তার বাবা দেখে যেতে পারলেন না। তাই কোন বড় জায়গায় সুযোগ পেলে তার আগে মনে পড়ে বাবার কথা। আসলে আগে সিরিয়ালে যারা অভিনয় করেছেন তারা সুযোগ পেতেন না বড়পর্দায়। এই কারণে তার বাবাও ভাবতে পারেননি যে, ছেলে একদিন সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবে।
শাশ্বত আরো জানান, এমনিতেই তাঁর চাহিদা খুব কম। তবে ২০১২-১৩ থেকে খুবই ভাল সময় শুরু হয়েছে। এমন সব জায়গা থেকেও ছবির প্রস্তাব আসছে যেখানে কখনো ভাবেনইনি। তবে একটা সময় এমন এসেছিল যখন শাশ্বতর মতো অভিনেতারও কাজের আকাল হয়েছিল।
তবে এদিন সাক্ষাৎকারের সময় তিনি জানান যে জীবনে তার চাহিদার পরিমান খুবই কম। তবে এরই মধ্যে ২০১২-১৩ থেকে খুব ভালই কাটছে তার। একসময় কাজের খুব অভাব হলেও বর্তমানে প্রচুর অফার আসছে তার কাছে।