ধর্মশালার মাঠে নিউজিল্যান্ডকে (New Zealand) ধরাশায়ী করে ভারত (India)। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (India national cricket team)। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৩ রান তোলে নিউজিল্যান্ড। কিউই দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করে ১৩০ রানে আউট হন ড্যারিল মিচেল।
সেই সঙ্গে লক্ষ্য তাড়া করতে নেমে দলের হয়ে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার। এই ম্যাচ চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার শুভমান গিলের (Shubman Gill) জন্য একটি বিশেষ পোস্টার নিয়ে দেখা গিয়েছে এক মহিলা দর্শককে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল দলের জয়ের জন্য প্রয়োজনীয় ভিত গড়তে সহায়তা করেছেন। দ্বিতীয় ইনিংসের প্রথম ১০ ওভারে ৬৩ রান তোলেন ভারতের দুই কেনার। এ সময় ধর্মশালা মাঠে শুভমান গিলকে পোস্টারের মাধ্যমে বিশেষ ভাবে প্রস্তাব দিতে দেখা যায় এক মহিলা দর্শককে। এই মহিলা ভক্তের হাতে একটি পোস্টার ছিল। এতে লেখা ছিল, ‘শুভমান গিল আমার মন কেড়ে নিয়েছে’। এই দৃশ্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হচ্ছে।
যদিও কিছু ভক্ত বিশ্বাস করেন যে শুভমান গিলের কথিত বান্ধবী সারা তেন্ডুলকর এতে খুব রেগে যাবেন। নিউজিল্যান্ডের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৪০ বলে ৪৬ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এই ইনিংসে রোহিত শর্মা ৪টি চার ও ৪টি চমৎকার ছক্কা হাঁকিয়েছেন। যার সুবাদে নিজেদের ইনিংসের শুরুটা ভালো করতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার বোলিং নিউজিল্যান্ড দলের ব্যাটারদের গোটা ইনিংস জুড়ে ব্যস্ত রেখেছিল। এই ম্যাচেই এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলছেন ফাস্ট বোলার মহম্মদ শামি।