প্রাচীন পৃথিবীর সেরা দার্শনিকদের নাম করতে গেলে অনেকেরই নাম আসে বটে, কিন্তু যদি একজন ব্যক্তির মধ্যেই সেরা দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদের বৈশিষ্ট্য থাকে তবে সে একজনই। তিনি হলেন অর্থশাস্ত্রের লেখক চাণক্য (Chanakya)। তার লেখা অর্থশাস্ত্র দ্বারা তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতি এবং অর্থনীতির তাবৎ হালচালই বদলে দিয়েছেন।
চাণক্য নীতি আমাদের জীবনের নানান সমস্যার সমাধানে কাজে লাগে। কিন্তু আজ আমরা জানাবো চাণক্য নীতি অনুসারে কোন ৫টি প্রশ্নের উত্তর জানতেই হবে আপনাকে। চতুর্থ অধ্যায়ের ১৮ তম শ্লোকে বলেছেন, সফল কীভাবে হওয়া যায়। চলুন দেখি কী জানাচ্ছেন চাণক্য।
১) সময় সম্পর্কে জ্ঞান : চাণক্যের মতে একজন জ্ঞানী ব্যক্তি জানেন বর্তমান সময় কেমন চলছে। কোথায় কিভাবে আচরণ করতে হয় সেটা বেশ ভালভাবে বুঝতে পারেন তিনি।
২) বন্ধুদের সম্পর্কে জ্ঞান : চাণক্যের মতে তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি জানেন তার প্রকৃত বন্ধু কারা। বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুদেরও চিনতে পারেন তিনি।
৩) দেশ ও সমাজ সম্পর্কে অবহিত থাকবেন : দেশ এবং সমাজ সম্পর্কে জ্ঞান থাকাটাও জরুরি। বিশেষ করে আপনি যেখানে কাজ করেন সেখানের মানুষগুলো কেমন এটা জানা থাকলে আর ফাঁকে পড়তে হবেনা আপনাকে।
৪) আয় এবং ব্যয়ের তথ্য সম্পর্কে জ্ঞান : আয় এবং ব্যয় সম্পর্কে সমস্ত তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জ্ঞান না থাকলে যা আয় হবে তার পুরোটাই খরচ হয়ে যাবে আপনার। এই জ্ঞান থাকাটাও খুবই জরুরি।
৫) নিজের ক্ষমতা সম্পর্কে জ্ঞান থাকা জরুরী : পরিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা আমাদের নিজেদের কতটা জানি। মাথায় রাখবেন, শুধু সেই কাজই হাতে নিতে হবে যা সম্পন্ন করা যায়। সামর্থ্যের চেয়ে বেশি কাজ নিলে সেখানে ব্যর্থতা আসা নিশ্চিত।