মহিলাদের সঙ্গে কখনও করবেন না এই কাজ, তাহলেই সর্বনাশ! জানুন কী বলছে চাণক্য নীতি

প্রাচীন পৃথিবীর সেরা দার্শনিকদের নাম করতে গেলে অনেকেরই নাম আসে। কিন্তু যদি একজন ব্যক্তির মধ্যেই সেরা দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদের বৈশিষ্ট্য থাকে তবে সে একজনই। তিনি হলেন অর্থশাস্ত্রের লেখক চাণক্য (Chanakya)। তার লেখা অর্থশাস্ত্র দ্বারা তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতি এবং অর্থনীতির তাবৎ হালচালই বদলে দিয়েছেন।

চাণক্য নীতি (Sampurna chanakya neeti) আমাদের নানান বিষয় সম্পর্কে জানায়। এখানে আমরা জানাবো মহিলাদের নিয়ে কী জানিয়েছেন চাণক্য। শত বছর আগের বলা চাণক্য নীতিগুলি এখনও বিশ্বের কোটি কোটি মানুষকে পথ দেখায়। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এমন অনেক কথা বলেছেন, যা একজন মানুষ তার জীবনে গ্রহণ করে তার জীবনকে সফল করতে পারে। আমাদের আলোচ্য বিষয় নারীদের নিয়ে কী বলেছেন তিনি।

acharya chanakya 1

১) একজন নারীকে অন্য কারো হাতে ছেড়ে দেওয়া উচিত নয় : আচার্য চাণক্য বলেন, বাড়ির নারীকে কখনই অন্য কারো ভরসায় রেখে যাওয়া উচিত নয়।

২) নারীরা পুরুষের চেয়ে চারগুণ বেশি বুদ্ধিমান হয় : চাণক্য বলেছেন যে, নারীরা পুরুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে নারীরা পারিবারিক দায়িত্বও খুব ভালোভাবে পালন করেন। নিজেদের বোঝাপড়া দিয়ে প্রতিটি সমস্যা মোকাবেলা করতে সক্ষম নারীরা।

৩) নারীকে শিক্ষিত ও ক্ষমতায়ন করা জরুরী : আচার্য চাণক্য জানান, নারীকে শিক্ষিত ও শক্তিশালী করে তোলার ব্যাপারে। নারীদের স্বয়ংসম্পূর্ণ করে তুললে বাড়ি এবং সমাজ শিক্ষিত এবং সমৃদ্ধশালী হয়ে উঠবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button