৬ হাজার টাকা সস্তা হল 7GB RAM-র এই ফোন! কিনতে লাইন লাগাচ্ছে ক্রেতারা

আপনিও কি নতুন ফোন (Smartphone) কেনার ভাবনা চিন্তা করছেন? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন (Amazon), ফ্লিপকার্টে (Flipkart) চলছে সেল। আর এই সেলের মাধ্যমে আপনি বেশ কিছু দামি ফোন অত্যন্ত স্বল্প মূল্যে পেয়ে যাবেন। শুধু তাই নয়, এর দামও হবে আপনার সাধ্যের মধ্যেই। তাহলে আর দেরী না করে ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

   

আপনি যদি কিছু ই কমার্স ওয়েবসাইটে চোখ রাখেন তাহলে আপনিও বেশ কিছু ফোন একপ্রকার জলের দরে পেয়ে যাবেন। এই ধরুন এখন ফ্লিপকার্টে ফেস্টিভ ডিল দেওয়া হচ্ছে। উৎসব উপলক্ষে ক্রেতারা বড় ধরনের ছাড়ের সুবিধা পেতে পারেন। বিগ দিওয়ালি সেলে বড় ব্র্যান্ডের ফোন খুব সস্তা দামে কেনা যাচ্ছে এখন। আইফোন, স্যামসাং, রিয়েলমি, পোকো ও ভিভোর মোবাইল গুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে এখন। এ ছাড়া আপনার যদি SBI কার্ড থেকে থাকে, তাহলে তো সোনায় সোহাগা। আপনার কাছে যদি এই কার্ড থেকে থাকে তাহলে ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন।

আপনিও যদি ফোন কিনতে চান তাও আবার বাজেটের মধ্যে, তাহলে খুব কম দামে POCO C51 কিনতে পারেন। ফ্লিপকার্টের ব্যানার থেকে জানা যাচ্ছে, বিগ দিওয়ালি সেলে এই ফোনটি আপনি ৯,৯৯৯  টাকার বদলে মাত্র ৫,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। এ ছাড়া আরও জানা গেছে, ২০০০ টাকা করে ইএমআই দিয়ে আপনি এই ফোনটি নিজের ঘরে তুলতে পারবেন।

এই ফোনে আপনি পাওয়ারফুল প্রসেসর এবং একটি বড় স্ক্রিন পেয়ে যাবেন। পোকো সি৫১-এ রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি+ ওয়াটারড্রপ স্টাইলের নচ ডিসপ্লে।  এটিতে পিক্সেল ঘনত্ব ২৯৬ পিপিআই এবং নাইট লাইট সাপোর্ট রয়েছে। Poco C51 আপনি দুটি রঙে পেয়ে যাবেন, একটি পাওয়ার ব্ল্যাক অন্যটি হল রয়্যাল ব্লু।   4GB LPDDR4X RAM এবং 64GB ইএমএমসি ৫.১ স্টোরেজ সহ ফোনটি লঞ্চ করেছে পোকো। সংস্থার দাবি, এতে ভিআরএএম সহ 7GB পর্যন্ত RAM রয়েছে। স্মার্টফোনটি এসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর অপশন পায়। পাওয়ারের জন্য এই ফোনে রয়েছে ৫০০০ mAh শক্তিশালী ব্যাটারি। কানেক্টিভিটির দিক থেকে ফোনটিতে রয়েছে ফোরজি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

poco c51 da

ক্যামেরা হিসেবে পোকো সি৫১-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।