দূর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য, লাফিয়ে বাড়বে বেতন! ফিরছে পুরোনো পেনশন স্কিমও

বুধবার দিন থেকেই কেন্দ্র সরকারের কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (Dearness allowance) নিয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মোদী সরকারের তরফে DA এর ঘোষণা করা হয়েছে। হোলির আগেই এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।
যদিও পুরনো পেনশন স্কিম (Old Pension Scheme) নিয়ে সরকারী কর্মচারীদের দাবি ক্রমশ বাড়তেই থাকছে। বাংলায় যেমন DA নিয়ে মিছিল চলছে, সেরকমভাবে কর্ণাটকে দাবি উঠছে পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার ব্যাপারে। এমনকি সেজন্য অনির্দিষ্টকালের ধর্মঘটও শুরু করে দিয়েছেন কর্মচারীরা। কিন্তু বাংলার মতো দাবি পূরণের জন্য অপেক্ষা করতে হয়নি তাদের।
রাজ্যের কর্মচারীদের স্বার্থের কথা মাথায় রেখে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান করে কর্ণাটকের বোমাই সরকার। রাজ্যের কর্মচারীদের মূল বেতনে ১৭ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয় সেখানে। এছাড়া কর্মচারীদের পুরোনো পেনশন বাস্তবায়নের দাবির প্রসঙ্গে সরকার দ্রুত পুরোনো পেনশন ফিরিয়ে আনার বিবেচনায় একটি কমিটিও গঠন করেছে।
ইতিমধ্যেই কর্ণাটক সরকার তাদের কর্মচারীদের নেতৃত্বদের সাথে কথা বলে অর্থ দফতরের আধিকারিকদের সাথে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে। এতে সন্তুষ্ট হয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেন কর্মচারীরা। এছাড়া মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, শীঘ্রই এই নিয়ে নয়া নির্দেশ জারি করা হবে সরকারের পক্ষ থেকে।
একইসাথে আপনাদের জানিয়ে রাখি যে, ভোট টানতে বিভিন্ন কংগ্রেস শাসিত রাজ্যে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হচ্ছে। কর্ণাটকের কর্মচারী ইউনিয়নের সভাপতি সিএস শদাক্ষরী জানিয়েছেন, “আমরা এই পদক্ষেপের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত কর্মচারী কাজে ফিরবেন। দু’মাসের মধ্যে পুরোনো পেনশন প্রকল্পের রিপোর্ট সরকারের কাছ থেকে পাওয়া যাবে। আমরা পুরোনো পেনশন বাস্তবায়নের দাবি জানিয়েছি। আমাদের দু’টি দাবিতেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
যদিও কর্মীদের ১৭% বেতন বাড়ানোর জন্য অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা খরচ করতে হবে সরকারকে। কিন্তু কর্ণাটক সরকারের তৎপর সিদ্ধান্তের ফলে বেশ খুশী কর্মচারীরা। এখন দেখার ভোটের মরশুমের আগে পুরনো পেনশন স্কিম নিয়ে কি সিদ্ধান্ত নেয় কর্ণাটকের বোমাই সরকার।