বিগ বসে মোটা টাকার অফার পেয়েও এই কারণে ফিরিয়ে দিলেন রূপঙ্কর! হতে পারতেন ভারত বিখ্যাত

‘কেকে’ বিতর্কের পর থেকে যেন একটু দমে গেছেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি তার একটা কটূক্তি যে তার জীবনের সবচেয়ে বড়ো ভুল হয়ে উঠবে তা কে জানতো? নেটদুনিয়ায় লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে রূপঙ্করকে। বাদ পড়েছেন মিও আমোরের জিঙ্গেল থেকেও। সেই রেশ কাটেনি এখনও।

সম্প্রতি এক জনপ্রিয় মিডিয়া হাউসের সঙ্গে সাক্ষাৎকারে নিজের পুজো অভিজ্ঞতার কথা তুলে ধরলেন গায়ক। জানা গেলো, ছোটবেলা কেটেছে শ্যামবাজারে। প্রথম ঠাকুর দেখা বাগবাজার সর্বজনীনে। রূপঙ্করের ছোটবেলার পুজো মানেই বাগবাজার, হেদুয়া ,কলেজ স্কোয়্যার আর লেডিস পার্ক।

রূপঙ্করের কথায়, “আমার প্রথম রোল খাওয়াও পুজোতেই তার আগে রোল বলে কোনও বস্তু আছে বলেই আমার জানা ছিল না!” এরপরই শুরু হতো পায়ে হেঁটে প্যান্ডেল ঘোরা। যদিও খুব একটা রাত জাগা পছন্দ নয় তার। বাড়ি থেকে নির্দেশ ছিলো যে, রাত একটার মধ্যেই ঘরে ফিরতে হবে।

এবার পুজো মানেই ছেলেদের কাছে আরো একটা জিনিস বড্ডো কমন। কোন পাড়ার মেয়েরা কত বেশি সেজেছে তা তাদের নখদর্পণে। ব্যতিক্রম ছিলেননা রূপঙ্করও। এই প্রসঙ্গে গায়ক জানান, “আমার বন্ধুরা প্রায় সবাই একই মেয়ের প্রেমে পড়েছিল। পাড়ার সব ছেলেকেই সে প্রায় নাকে দড়ি দিয়ে ঘোরাত! পুজোর সময়ে ওই মেয়েটি বেরোলে তার পিছনে পাড়ার ছেলেরাও বেরিয়ে পড়ত। আমিও বেরোতাম ওদের সঙ্গে।”

যদিও সেই মেয়েটির প্রতি কোনও দুর্বলতা দেখানোর সাহস পাননি তিনি। কারণ তার আরেক বন্ধু আবার আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিলো এই বিষয়ে। ওই মেয়ের চারপাশে যে যাবে তারই নাকি মেরে হাড় গুঁড়ো করে দেবে। ভয়ে আর কোনও দিন সেই মেয়ের প্রতি তাকানোরই সুযোগ পেলেননা তিনি।

পাশাপাশি জানা গেলো পুজোর সময় নাকি নাটকের শো’ও করতেন তিনি। তবে এর সাথে সাথে খানিকটা আফশোষের সুরও শোনা গেলো রূপঙ্করের গলায়। পুজোর সময় নাকি কোনোদিনই কলকাতায় থাকা হয়না তার। প্রতি বছরই বিদেশে বা দেশের অন্য কোথাও অনুষ্ঠান থাকেন। রূপঙ্করের কথায়, “কলকাতার থিম পুজো আমার ভাল লাগে না। আমার কাছে আটপৌরে পুজোর আনন্দ অনেক বেশি। আগে যেমন হত। ওই পুজোয় হয়তো গ্ল্যামার ছিল না, কিন্তু একটা প্রাণ, আন্তরিকতা ছিল। এটা খুব মিস করি।”

rupankar bagchi

এবার জানা যাচ্ছে যে, রূপঙ্কর বিগ বসে যাওয়ার প্রস্তাব ফিরিয়েছেন পুজোয় পরিবারের পাশে থাকার জন্য। তবে, এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আমাদের পক্ষ থেকে। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর এটাই যে, পরিবারের পাশে থাকার জন্য বিগ বসের অফার ফিরিয়েছেন রূপঙ্কর। তবে উনি যদি এই প্রস্তাব গ্রহণ করতেন, বাংলা সহ ভারতেও ওনার অনেক পরিচিতি হত।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button