KK বিতর্ক ভুলিয়ে বাংলা, বাঙালির মন জয় করতে নয়া পদক্ষেপ রূপঙ্করের! সঙ্গী এক কিংবদন্তি

এবার নিজের আতঙ্ক কাটিয়ে আবারও মঞ্চে ফিরছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। মাঝখানে অনেকটা সময় কেটেছে দুঃস্বপ্নের মতো, এবার সেটাকেই কাটিয়ে উঠে নিজের স্বাভাবিক জীবন শৈলীতে ফিরছেন তিনি। এবার অনেকদিন পর রূপঙ্কর বাগচীর নিজস্ব সংগীত আকাডেমি বার্ষিক অনুষ্ঠান পালন করবে।
দেশে করোনা ভাইরাস আসার আগেই রূপঙ্কর নিজের আকাডেমির অনুষ্ঠান শুরু করেন। লকডাউনের আগে হয়েছিল রূপঙ্কর মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান, তারপর অনলাইন জীবনে গানের ক্লাসও অনলাইনে শুরু হয়। রূপঙ্কর এর আকাডেমির শাখা রয়েছে কলকাতার কেষ্টপুর, যাদবপুর, নৈহাটিতে।
জানা যাচ্ছে এবার কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীকে সম্মান জানানোর জন্যই অনুষ্ঠান করছেন তিনি। রূপঙ্কর এই সম্পর্কে জানান যে, “৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই তারিখেই আমরা হারিয়েছিলাম সলিল চৌধুরীকে। সেই দিনকে মাথায় রেখে সাজানো রূপঙ্করের বিশেষ নিবেদন। ছাত্র-ছাত্রীরা গাইবেন এতদিনর শেখা গানের মধ্যে কিছু নির্বাচিত গান।”
রূপঙ্কর এর আগে মঞ্চে আসেন কৃষ্টি পটুয়ার নতুন প্রযোজনা ‘চাঁদমারি’ নিয়ে। আসলে লকডাউন চলে আসায় মঞ্চে অনেক কিছুই করতে পারেননি গায়ক রূপঙ্কর। এবার সেগুলোর দুধের স্বাদ ঘোলে মেটাতে চলেছেন তিনি। লকডাউনের ফলেই রূপঙ্কর এর মিউজিক স্কুলের অনুষ্ঠান এতদিন বন্ধ থাকলেও তা আবারো শুরু হতে চলেছে।
বাইরের শহর থেকেও অনেকে আসছেন পারফর্ম করতে। সেখানে সম্মান জ্ঞ্যাপন করা হবে বিশিষ্ট সঙ্গীত আয়োজক অমিত বন্দোপাধ্যায়কে। রূপঙ্কর জানান যে , “অনলাইনে ক্লাস হয়, অনুষ্ঠানও করেছি কিন্তু মঞ্চে মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান অনেকদিন বাদে হচ্ছে। আমরা গানে, গানে সলিল চৌধুরীর একটা বিশেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি। জীবনের অনেক ওঠা-পড়া, ভাঙা-গড়ায় ওঁর গান আমাদের শক্তি জোগায়, অনুপ্রাণিত করে। আশা করি সবার এই উদ্যোগ ভালো লাগবে।”