রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) দিদি নং ওয়ানের (Didi No. 1) মঞ্চে এসে কেঁদেই ফেললেন বাংলার বিখ্যাত শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। সেইসঙ্গে চোখের জল ধরে রাখতে পারলেন না তাঁর স্ত্রী সহ বাকি দর্শকরা। নিশ্চয়ই ভাবছেন আবার কী হল? হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আবারও সেই কেকে-র মৃত্যু প্রসঙ্গ উঠে এল। কেকের (KK) মৃত্যুর পরের সময়টা কেমন কেটেছে, সেই সময়টা মনে করতে গিয়েই এক প্রকার হাউহাউ করে কেঁদে ফেললেন রূপঙ্কর বাগচী।
শুধুমাত্র একটা খারাপ মন্তব্য জীবনে এত বড় বিপর্যয় ডেকে আনতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি রূপঙ্কর, তা নিজেই দিদি নং ওয়ানের মঞ্চে ফাঁস করেছেন। শুধু তাঁকেই নয়, একটা ভুল মন্তব্য ও বলিউডের বিখ্যাত গায়ক কেকের মৃত্যু নিয়ে রূপঙ্করের স্ত্রী ও মেয়েকে চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক একটি বছর আগের সেই ঘটনার কথা মনে করতে গিয়ে শিউরে উঠেছেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী।
সেইসঙ্গে ২৫ বছরের বৈবাহিক জীবন কিভাবে কাটালেন সেই নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁদের। সম্প্রতি দিদি নং ওয়ানের মঞ্চে সস্ত্রীক খেলতে এসেছিলেন চার তারকা, রূপঙ্কর বাগচী, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, দীপাঞ্জন জ্যাক বন্দ্যোপাধ্যায় এবং সাগ্নিক চট্টোপাধ্যায়।
রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী জানান, ‘সময়টা খুব খারাপ গেছে, কাউকে কখনও যেন এই অবস্থায় পড়তে না হয়।’ এদিকে স্ত্রীর কথায় সহমত প্রকাশ করে গায়ক বলেন, ‘সময় সত্যিই খুব কঠিন গেছে। সমাজ মাধ্যমে আমার মেয়েকে যা যা ফেস করতে হয়েছে সেটা কোনও বাবা মা চান না যে তাঁর সন্তানকে ফেস করতে হোক। কিন্তু আমি সেই সময়টা পার করে আসতে পেরেছি আমার স্ত্রী এবং কন্যার জন্য। ওরা দুজন আমার দুপাশে আছে বলেই আমি এখানে আজ আছি।’
শুধু তাই নয়, পরিবেশটা একটু হালকা করার জন্য শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় বৈবাহিক জীবন কেমন কাটছে বলে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে রূপঙ্করের স্ত্রী বলেন, ‘এখনও আমরা একে অন্যের ভালো বন্ধু। মিস করি একে অন্যকে।’ গায়ক মজা করে বলেন, ‘হ্যাঁ, বিবাহবার্ষিকী যত বছরের হোক না কেন আদতে আমাদের বিয়ে এখনও হয়নি, হবে।’