আট ঘণ্টা বসিয়ে রেখে খিস্তি দেন সঙ্গীত পরিচালক! ভিন রাজ্যে গিয়ে চূড়ান্ত অপমানিত রূপঙ্কর

রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) নিজের কর্মকান্ডের দরুণ মানুষের কাছে বিরাট অপমানিত হচ্ছেন। ইন্ডাস্ট্রির লিডিং সিঙ্গার ‘কেকে’কে তাচ্ছিল্যের সুরে বলা ‘হু ইজ কেকে ম্যান’ কথাটা এখনো অনেকের কানে বাজে। বিতর্ক চলেছিল দীর্ঘ সময় ধরে। ক্ষমা টমা চেয়েও কোনো লাভ হয়নি। সেই বিতর্ক কমলে আবার অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার হন রূপঙ্কর বাগচি।
তবে কেকে নাকি সেসবকে পাত্তা দেননি। তিনি এসবের উর্দ্ধে! ফেসবুকে অনেকবার কাঁদুনি গেয়েছেন যদিও। তবে সদ্যই তিনি জানান কিভাবে মুম্বাইয়ের এক বিখ্যাত সংগীত পরিচালক তাকে চরম অপমান করেন। শোয়ের মঞ্চ থেকে সমস্ত কথা জানান তিনি। চলুন দেখা যাক কে অপমান করেন রূপঙ্কর বাগচীকে।
সদ্যই রূপঙ্কর এসেছিলেন শিলাজিৎ সঞ্চালিত একটি টক শো-তে। সেখানেই নিজের অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন রূপঙ্কর। শিলাজিৎ চেনা বলেন, ‘রূপঙ্করকে গালাগাল অনেকেই দেয়। ফেসবুক লাইভ করলে গালাগাল দেয়…. মুম্বইয়ের এক পরিচিত মিউজিক ডিরেক্টরের বাড়িতে গিয়ে আট ঘন্টা বসেছিল, সেইজন্যও গালাগাল দেয়…কী হয়েছিল কেসটা?’ তারপরই রূপঙ্কর বিষয়টা খোলসা করে বলেন।
তার উত্তর, ‘শান্তনুদা ফোনে আলাপ করিয়ে দিয়েছিল। মন্টি শর্মা-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বই, ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শোনানো হল, জ্যামিং হল। তারপর আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এটা বলে ও হাওয়া! পাঁচ মিনিট হতে হতে পাঁচ ঘন্টা কেটে গেল। আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপর ওখানে একজন রিসেপশানিস্ট ছিল সে বলছে মন্টি স্যার আজ আসবেন না।’
কিন্তু সেখানেই শেষ হয়নি পুরোটা। রাত্রিবেলা নাকি মন্টি শর্মা রূপঙ্করকে ফোন করে যাচ্ছেতাই ভাবে গালিগালাজ করেন। যদিও কোন সালের এই ঘটনা তা নিয়ে কিছুই খোলসা করেননি রূপঙ্কর। তিনি শুধুমাত্র বলেন, ‘আমাকে মন্টি রাতে ফোন করে পাঞ্জাবিতে খিস্তি করছে। আমিও দু-চারটে খিস্তি দিয়ে দিলাম বাংলায়।’
সাথে তার সংযোজন, ‘আমাকে বলছে, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম.. (গালি)..দরকার নেই তোর কাজের… ঠিক করিনি?’ এই কথা শুনে শিলাজিৎ বেশ বাহবার সুরেই বলেন, ‘একদম ঠিক করেছিস।’ উল্লেখ্য, মন্টি শর্মা ‘সাওয়ারিয়া’, ‘ব্ল্যাক’ ছবির মত ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।