অপেক্ষার অবসান, চলে এল Royal Enfield-র ইলেকট্রিক বাইক! কত দাম রাখল কোম্পানি?

আপনিও কি বাইক (MotorCycle) প্রেমী? তাহলে আপনার জন্য রইল একটি দারুণ খবর। আপনিও যদি Royal Enfield বাইক পছন্দ করে থাকেন তাহলে এই খবরটি জানার পর খুশিতে লাফিয়ে উঠবেন আপনিও। আপনি নিজের চোখ ও কানকে অবধি বিশ্বাস করতে পারবেন না। এমনিতেই বাইক প্রেমীদের মধ্যে Royal Enfield বাইকের চাহিদা সারাবছরই তুঙ্গে থাকে। বাইক লাভার অথচ এই বাইক পছন্দ করেন না সেটা হতেই পারে না। এদিকে বাইকাররা দীর্ঘদিন ধরে কোম্পানির বৈদ্যুতিক বাইকের (Electric Vehicle) জন্য অপেক্ষা করছিলেন। তবে এবার সকলের অপেক্ষার অবসান অবশেষে শেষ হল।

   

কারণ Royal Enfield প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করল। ইতালির মিলানে চলমান ইআইসিএমএ মোটর শোতে রয়্যাল এনফিল্ড এইচআইএম-ই বাইকটি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। এটি সম্পূর্ণ ইভি বাইক। তবে এই বাইকটির পাওয়ারট্রেন, দাম, ডেলিভারি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এটি একটি হাই-এন্ড বাইক, যা খারাপ রাস্তায় উচ্চ পারফরম্যান্স দেওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বলে খবর। এদিকে এই খবরে বেজায় খুশি বাইক প্রেমীরা।

Royal Enfield HIM-E কোম্পানির হিমালয় মডেলের একটি নতুন সংস্করণের মতো দেখাচ্ছে। ফুয়েল ট্যাঙ্কের পরিবর্তে বাইকটিতে ব্যাটারি সেটআপ লাগানো হয়েছে। এটিতে স্পোক হুইল রয়েছে, যা এর চেহারাকে খুব বিশেষ করে তোলে। বাইকটির উভয় চাকায় নিরাপত্তার জন্য ডিস্ক ব্রেক রয়েছে। এটি একটি ফাঙ্কি লুকের বাইক।

royal e

বাইকটিতে রয়েছে অতিরিক্ত রাবার টায়ার। এটিতে বড় টায়ার আকারের সাথে ভারী সাসপেনশন রয়েছে। বর্তমানে কোম্পানিটি তার বাইকটি পরীক্ষা-নিরীক্ষা করছে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে মানুষ এটি বাজারে সকলের জন্য উপলব্ধ হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিসিয়াল লঞ্চ নিয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। বাইকটিতে রয়েছে আকর্ষণীয় গোলাকার আলো। এর ভিতরে অনেক ছোট ছোট বাল্ব রয়েছে। এতে একটি এলসিডি প্যানেল থাকবে। দেখতে অনেকটা হাই পাওয়ার বাইকের মতো। অনুমান করা হচ্ছে যে এটি একবার চার্জ করলেই হাই পাওয়ার ড্রাইভিং রেঞ্জ দেবে।