হাঁটুর বয়সী ছেলের সঙ্গে শ্রাবন্তীর রোমান্টিক সিন ফাঁস! ভিডিও দেখে অভিনেত্রীকে তুলোধোনা

বিতর্কের কথা বললে প্রথমেই যিনি এসে হাজির হন তিনি টলিডিভা শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তার ব্যক্তিগত সমস্ত তথ্য নিয়ে আলোচনা চলতে থাকে মানুষের মধ্যে। আর হবে নাই বা কেন, একাধিক বিয়ে ডিভোর্সের কারণে এমনিই খোরাকের পাত্রী হয়ে ওঠেছেন অভিনেত্রী। কিন্তু সদ্যই যে ভিডিও সামনে এসেছে তাতে বিতর্কের আগুনে যেন ঘি পড়েছে।

হয়েছে কি, সদ্যই রূপটান শিল্পী রুদ্র সাহা শ্রাবন্তীর এক ব্রাইডাল ভিডিয়ো শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে অবশ্য শুধু শ্রাবন্তী এক থাকেননি, সাথে দেখা গেছিল এক পুরুষ মডেলকেও। আর সেই ভিডিওর কমেন্ট বক্সে এমন সব মন্তব্য উঠে আসতে শুরু করেছে তা বেশ অবাক করার মতো।

screenshot 2023 03 18 at 11.24.26 am

আসলে সবাই মডেলের সাথে শ্রাবন্তীর বয়সের ফারাকটা লক্ষ্য করেছেন। আর তাই নিয়ে তুলোধুনো করছেন সবাই। এই যেমন একজন লিখেছেন, “সন্তানের সমান বয়সী ছেলের সাথে বাসর ঘরের দৃশ্য। বউ হবার আর সখ গেলো না”। আরেকজনের মন্তব্য, “বিয়ের সাজে শ্রাবন্তীকে অনেক দেখেছি। আর ভাল লাগে না।”

screenshot 2023 03 18 at 11.25.16 am

বিশেষ করে ভিডিওতে শ্রাবন্তীর শিৎকারের দৃশ্য চোখে লেগেছে অনেকের। যদিও শ্রাবন্তী সেসবকে পাত্তা দেননি তেমন, তার জীবনে নতুন বসন্ত এসেছে যে। খবর আসছে ইন্ডাস্ট্রিরই এক পরিচালকের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তবে এই বিষয়েও কিছু জানাননি অভিনেত্রী। তবে টলিপাড়ায় সেই নিয়ে জোর গুঞ্জন।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

এদিকে সমস্ত খবরই যে শ্রাবন্তীর জন্য ভালো, তা মোটেও না। কারণ শ্রাবন্তী যে খোরপোষ চেয়েছিলেন স্বামী রোশন সিংয়ের থেকে সেখানে তাকে বড় ঝটকা দিয়েছে আদালত। শ্রাবন্তীর মামলা স্থগিত করে উল্টে তার বিরুদ্ধে পারজারির কেস শুরু হয়েছে। খবর আসছে, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোশের মামলাতে স্টে অর্ডার দেওয়া হয়েছে আদালতের তরফে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button