২৩ বছরের পুরনো বদলা নিল টিম ইন্ডিয়া! শ্রীলঙ্কাকে ৫০ রানে শেষ করে সৌরভের সম্মান ফেরালেন রোহিত

এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে অবাক কাণ্ড করল ভারত (India national cricket team)। জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) প্রথম উইকেট নিয়ে শুরু করেন ঠিকই, কিন্তু মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সামনে যেন আজ বাচ্চা লাগছিল ৬ বার এশিয়া কাপ খেতাব জেতা শ্রীলঙ্কার দলকে। ৭ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ। আবার একই ওভারে দুবার হ্যাট্রিকের দোরগোড়ায় ছিলেন তিনি। সিরাজের এই অবিস্মরণীয় স্পেল দেখে অবাক গোটা ক্রিকেট বিশ্ব।

এরপর বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। বুমরাহ শুরু করেন, শ্রীলঙ্কায় ধ্বস নামান সিরাজ। কিন্তু শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক পোঁতেন হার্দিকই। মাত্র ২.২ ওভার বল করে ৩ রান দিয়ে তিন উইকেট নেন হার্দিক। ওদিকে বুমরাহ ৫ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন। ভারতীয় বোলারদের এই ধ্বংসযজ্ঞে শ্রীলঙ্কার গোটা দল মাত্র ৫০ রানেই বান্ডিল হয়ে যায়।

উল্লেখ্য, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। আর সেই সিদ্ধান্তই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। মুড়ি মুড়কির মতো পড়তে থাকে উইকেট। গতবারের এশিয়া কাপ বিজয়ী দলের যে এই অবস্থা হবে, তা কস্মিনকালেও ভাবতে পারেনি কেউ। তবে আজ ভারত ২৩ বছর পুরনো একটি বদলাও নিয়েছে।

২০০০ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে এভাবেই নাস্তানাবুদ করেছিল শ্রীলঙ্কা। সেই সময় শ্রীলঙ্কা প্রথম ব্যাট করে ভারতের সামনে পাহাড় প্রমাণ ৩০০ রানে লক্ষ্য রেখেছিল। জয়সূর্য ১৬১ বলে ১৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল। এরপর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ওই ম্যাচে সবথেকে বেশি উইকেট নিয়েছিল চামিন্ডা ভ্যাস। তিনি ৫ উইকেট নিয়েছিলেন।