আজ রবিবার টিম ইন্ডিয়া (India national cricket team) ও শ্রীলঙ্কার (Sri lanka) মধ্যে এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। কলম্বোর মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দেশের ক্রিকেট ভক্তরাই এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আবহাওয়াবীদদের মতে এই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে, এই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে ট্রফি কার হবে? উত্তর হল … ম্যাচ পণ্ড হলে এশিয়া কাপের শিরোপা দুই দলেরই হবে। বৃষ্টির কারণে ম্যাচ ধুয়ে গেলে জুগ্ন বিজয়ী হবে এশিয়া কাপে।
বলে দিই, সুপার ফোরে ভারত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল। ওদিকে, শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে। সুপার ফোরেও এই দুই দল মুখোমুখি হয়েছিল, শ্রীলঙ্কা ওই ম্যাচে বড় চমক দেখিয়েছিল ঠিকই, কিন্তু ভারতই শেষ হাসি হাসে। ওদিকে দুই দলই সুপার ফোরে পাকিস্তানকে হারায়। আবার ভারত সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয়।
বাংলাদেশের কাছে হারের শিক্ষা নিয়ে এবার নিজের ভুল শোধরাতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে দলের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর এই কারণে একসঙ্গে পাঁচটি পরিবর্তন আনা হয়েছিল। তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ ও অক্ষর প্যাটেলকে বাংলাদেশের বিরুদ্ধে নামানো হলেও, এবার দল পরিবর্তন করবেন রোহিত।
আজকের প্রথম একাদশে বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব। এদিকে অক্ষর প্যাটেল চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে। তাঁর জায়গায় দলে যুক্ত করা হয়েছে আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তবে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া মুশকিল। অক্ষর প্যাটেলের বদলে আজ শার্দূল ঠাকুরকে প্রথম একাদশে দেখা যেতে পারে।