ছয় ম্যাচের মধ্যে ছয়টিতেই জয়। বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। টিম ভারত ছাড়া চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অন্য কোনো দল নিজেদের নামের পাশে অপরাজিত তকমা বজায় রাখতে পারেনি। ভারতের জন্য সেমিফাইনালে যাওয়ার টিকিট নিশ্চিত বলা চলে। তবুও কেকের ওপর আইসিংয়ের কাজ এখনও বাকি রয়েছে। গ্রুপ পর্যায়ের বাকি ম্যাচেও ইতিবাচক ফলাফল করতে চাইবে ভারত।
ভারতের (India national cricket team) আগামী ম্যাচ শ্রীলঙ্কার (Sri Lanka national cricket team) বিরুদ্ধে। এই ম্যাচে ভারতের প্রথম একাদশে একাধিক বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে জল্পনা অব্যাহত। চোট সারিয়ে তিনি কবে মাঠে ফিরবেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে এখনও। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, সেমিফাইনালের আগে হয়তো হার্দিক পুরো দমে মাঠে ফিরবেন। তার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো তাঁকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইবে না।
ক্রিকেট প্রেমীদের একাংশের অনুমান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং লাইন আপে কিছু বদল করতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) মাঠের বাইরে দেখলে অনেকেই হয়তো অবাক হবেন না। বিশ্বকাপে ভারত ধারাবাহিকভাবে জিতলেও আইয়ার নিজের নামের প্রতি সেই অর্থে সুবিচার করতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে খাতায় কলমে ভারত এগিয়ে। দ্বীপ রাষ্ট্রের দল ফর্মে নেই। এই পরিস্থিতিতে আইয়ারের জায়গায় ঈশান কিষানকে (Ishan Kishan) খেলিয়ে দেখে নেওয়া যেতে পারে বলে অনেকে মনে করছেন। এছাড়াও শুভমান গিলকেও (Shubman Gill) দল থেকে বাদ দিতে পারেন রোহিত। কারণ গিল এখনো পর্যন্ত আশানরুপ খেলা দেখাতে পারেন নি।
ভারতের আসল পরীক্ষা শুরু হবে সেমিফাইনাল থেকে। সেখানে মরণ বাঁচন পরিস্থিতি থাকবে। প্রথম একাদশের প্রত্যেক ক্রিকেটারকে মাঠে নামানো হবে অধিনায়কের লক্ষ্য। টানা ম্যাচ খেলার ধকল থেকে সাময়িক রেহাই দেওয়া হতে পারে রবীন্দ্র জাদেজাকে, এমনটা মনে করছেন ক্রিকেট অনুরাগীদের একাংশ। তাঁর বদলে শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে দেখতে আগ্রহী কেউ কেউ। চলতি বিশ্বকাপে খুব বেশি সুযোগ পাননি অশ্বিন।