আইসিসি ওয়ানডে বিশ্বকাপে (Cricket World Cup) নিজেদের সব লিগ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল (India)। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিজয় ধারা অব্যাহত রেখেছিল টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪১০ রানের বিশাল স্কোর করে ভারত। জবাবে নেদারল্যান্ডস দল ৪৭.৫ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচে দলের প্রায় সবাইকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
টানা আট ম্যাচ জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। শেষ ম্যাচে ১৬০ রানের বড় জয় নিয়ে লীগ পর্ব শেষ করেছে টিম ইন্ডিয়া। শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের সেঞ্চুরির সুবাদে ভারত ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তোলে। জবাবে নেদারল্যান্ডস প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করলেও পুরো দল ২৫০ রানে গুটিয়ে যায়। এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক ৯ জন বোলারকে সুযোগ দিয়েছিলেন, যার মধ্যে তিনি নিজেও ছিলেন।
রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব নেদারল্যান্ডসের বিপক্ষে বল করার সুযোগ পেয়েছিলেন। ম্যাচ শেষে অধিনায়ক রোহিতকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যখন হাতে মাত্র ৫ জন বোলার থাকে, তখন আপনি আপনার দলের মধ্যে কিছু বিকল্প প্রস্তুত করার চেষ্টা করতে হয়। এদিনের ম্যাচে আমাদের কাছে ৯টি অপশন ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের ম্যাচটিতে আমরা কিছু জিনিস চেষ্টা করেছি। আমাদের ফাস্ট বোলাররা যখন প্রয়োজন ছিল না তখন ওয়াইড ইয়র্কার চেষ্টা করছিল। কিছু জিনিস পরীক্ষা করতে চেয়েছিলাম। বোলিং ইউনিট হিসেবে আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছিলাম। আমাদের দেখতে হবে এই ম্যাচ থেকে আমরা কী শিখতে পারলাম।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতীয় দলের প্রধান বোলারদের পাশাপাশি বোলিং করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। দু’জনেই পেয়েছেন ১ টি করে উইকেট। বিরাট কোহলি ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন এবং অধিনায়ক রোহিত মাত্র ৫ বল করে ১ উইকেট পান। নেদারল্যান্ডসের শেষ উইকেটটি নেন তিনি।