এই বোলারের বলে একটিও ছয় হাঁকাতে পারেননি রোহিত শর্মা! এর বিরুদ্ধে রেকর্ডও খারাপ হিটম্যানের

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি বিশ্বকাপে (Cricket World Cup) ইতিমধ্যে কথা বলতে শুরু করেছে তাঁর ব্যাট। সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, ছয় মারার রেকর্ড সবই করে ফেলেছেন ইতিমধ্যে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের (New Zealand) বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে রোহিতকে। তবে এই ম্যাচে তিনি এমন এক বোলারের মুখোমুখি হবেন, যার সামনে তাঁকে অতীতে বেশ ফ্যাকাশে দেখিয়েছে। এই বোলারের বিপক্ষে ওয়ানডেতে একটিও ছক্কা মারতে পারেননি তিনি।

   

আজ নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের (Trent Boult) মুখোমুখি হবেন হিটম্যান রোহিত শর্মা। ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের অন্যতম অভিজ্ঞ ও উইকেট টেকিং বোলার। বোল্টের সামনে এখনও পর্যন্ত রোহিতের ব্যাট বেশ শান্ত। ওয়ানডেতে ট্রেন্ট বোল্টের বলে একবারও ছক্কা মারতে পারেননি তিনি। দু’জন ১৩ টি ওয়ানডেতে একে অন্যের মুখোমুখি হয়েছেন এবং এই সময়ের মধ্যে রোহিত বোল্টের করা মোট ১৩৭ বল খেলেছেন।

ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে ১৩ টি ওয়ানডেতে ৬৪.৯৬ স্ট্রাইক রেট এবং ২২.২৫ এর ব্যাটিং গড়ে ৮৯ রান করেছেন রোহিত শর্মা। এই সময়ের মধ্যে তিনি ৯০ টি ডট বল খেলেছেন। ট্রেন্ট বোল্ট ওয়ানডেতে রোহিতকে ৪ বার আউট করেছেন। অন্যদিকে ট্রেন্ট বোল্টের বিপক্ষে ওয়ানডেতে ১১টি চার হাঁকিয়েছেন রোহিত। এমন পরিস্থিতিতে আজ ক্রিকেট ভক্তরা আবারও এই দুজনের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবেন।

rohit bat

২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নিরিখে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ৪ ম্যাচে ৬৬.২৫ গড়ে এবং ১৩৭.৩১ স্ট্রাইক রেটে ২৬৫ রান করেছেন তিনি। টুর্নামেন্টের চার ইনিংসে তাঁর ব্যাটে ১টি সেঞ্চুরি, ১টি হাফ সেঞ্চুরি ও ১টি ৪০ রানের ইনিংস রয়েছে। ২৯৪ রান নিয়ে তালিকার এক নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে ২১ ম্যাচের ২১ ইনিংসে ৬৫.৪২ গড়ে ১২৪৩ রান করেছেন রোহিত।