ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচের পর সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ইনজুরি নিয়ে আপডেট দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত বলছেন, চোটের কারণে হার্দিক কিছুটা সমস্যার মধ্যে আছেন। একই সঙ্গে তিনি এও বলেছেন যে হার্দিকের ফিটনেসের কথা মাথায় রেখেই আগামী ম্যাচের জন্য পরিকল্পনা করবে দল। আগামী ২২ অক্টোবর ২০২৩ বিশ্বকাপে টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় ক্রিকেট ভক্তরা আশা করবেন যে এই ম্যাচের আগে হার্দিক পুরোপুরি ফিট হয়ে উঠবেন। হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসের নবম ওভারে বল করতে এসেছিলেন। এটা ছিল তাঁর কোটার প্রথম ওভার। একই ওভারের তৃতীয় বলে চোটের কবলে পড়েন হার্দিক। মাঠের মধ্যেই পা ভাঁজ করে বসে পড়তে দেখা যায় তাঁকে। মাঠে ফিজিও ট্যাপ করে গরম ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। হার্দিক বল করার চেষ্টা করছিলেন কিন্তু ব্যথা খুব বেশি ছিল। এমন পরিস্থিতিতে চোট পাওয়া সতীর্থদের ওভার শেষ করেন বিরাট কোহলি। পরে হার্দিককে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে রোহিত শর্মা বলেন, ‘চোটের কারণে ওর (হার্দিক) কিছুটা সমস্যা হচ্ছে। যদিও চিন্তার বড় কিছু নেই। আমরা দেখব আগামীকাল সকালে সে কেমন পারফর্ম করে এবং তারপর কীভাবে এগিয়ে যাওয়া যায়। সে অনুযায়ী পরিকল্পনা করব। ‘
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর হিটম্যান বলেন, ‘এটি একটি দারুণ জয় ছিল, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমরা শুরুটা ভালো করতে পারিনি, কিন্তু বোলাররা মাঝওভারে ম্যাচটা ঘুরিয়ে দিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত আমাদের দিকে পাল্লা ভারী হতে থাকে। আমাদের ফিল্ডিং খুব ভালো হয়েছে। এটি এমন বিষয় যা নিজেদের নিয়ন্ত্রণে থাকে। নিজের সেরা চেষ্টটা করা যায়। বোলাররা প্রয়োজনীয় লেন্থ দ্রুত খুঁজে পেয়েছিলেন। জাদ্দু (রবীন্দ্র জাদেজা) বল এবং ক্যাচটা দুর্দান্ত ছিল। সেই সঙ্গে আমাদের ইনিংসে একটা সেঞ্চুরি হয়েছে। দল হিসেবে আমরা ভালো করছি।’