টিম ইন্ডিয়ার সবথেকে বড় ম্যাচ উইনারের সঙ্গে অবিচার করলেন রোহিত! চরম চটে ভারতীয়রা

ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সবচেয়ে বড় ম্যাচ বিজয়ী ফাস্ট বোলার মহম্মদ শামিকে (Mohammed Shami) এশিয়া কাপ ২০২৩ (Asia Cup) এর প্রথম ম্যাচ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন, এরপরই ক্রিকেট মহলে হৈচৈ শুরু হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা ফাস্ট বোলার মহম্মদ শামিকে একাদশ থেকে বাদ দিয়ে অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে সুযোগ দেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং শক্তিশালী করার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের সবচেয়ে বিপজ্জনক ফাস্ট বোলার মহম্মদ শামিকে প্লেয়িং ইলেভেনের বাইরে রেখেছে।

ব্যাট করার ক্ষমতার কারণে মহম্মদ শামির চেয়ে শার্দুল ঠাকুরকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মহম্মদ শামিকে না বেছে নিয়ে বিরাট ভুল করেছেন অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ শামির কথা বলতে গেলে, তিনি ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচজয়ী। মহম্মদ শামি ভারতের হয়ে ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেছেন। মহম্মদ শামি ভারতের হয়ে ৯০টি ওডিআইতে ২৫.৯৯ এর দুর্দান্ত বোলিং গড়ে ১৬২ উইকেট নিয়েছেন, যার মধ্যে একবার ৫ উইকেট নেওয়াও রয়েছে। একাদশ থেকে মহম্মদ শামিকে বাদ দেওয়া নিয়ে বড় প্রশ্ন তুলেছে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। মহম্মদ শামিকে একাদশ থেকে বাদ দেওয়ায় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ফেটে পড়েছেন।

শনিবার এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টস জেতার পর রোহিত বলেন যে, ‘আবহাওয়া নিয়ে আমরা বেশি কিছু করতে পারি না। যদিও আমাদের খেলোয়াড়রা ভালো বিরতি পেয়েছে। আমরা খুব ফ্রেশ। এশিয়া কাপ একটি বড় টুর্নামেন্ট। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমাদের দলে শার্দুল, সিরাজ ও বুমরাহ ফাস্ট বোলার। আমাদের স্পিনার হিসেবে জাদেজা ও কুলদীপ আছে। দলে এসেছেন শ্রেয়াসও।” পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমাদের দলে কোনো পরিবর্তন হয়নি। টস জিতলে প্রথমে ব্যাট করি। ভারত-পাকিস্তান প্রতিযোগিতা অনেক বড়। তবে আমরা নিজেদের শান্ত রেখে ভালো পারফর্ম করতে চাই।”

দুই দলের প্রথম একাদশঃ

ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিশ রউফ, নাসিম শাহ।