ভারত (India) অপরাজিত। সেমিফাইনালে হেরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, যোগ্য দল হিসেবেই ভারত ফাইনালে উঠেছে। এখনও পর্যন্ত যা খেলা হয়েছে তাতে ভারতের বিশ্বকাপ জয় শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে। কিন্তু খেলার নাম ক্রিকেট। একটা ভুল বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। আর রোহিত শর্মার (Rohit Sharma) গলায় ফুঁটে রয়েছে পাঁচটি কাঁটা।
প্রথম কাঁটা: ভারতের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এখনও সেই অর্থে পরীক্ষিত নন। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) শেষ কয়েকটি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রবীন্দ্র জাদেজা চলতি বিশ্বকাপে এখনও পরীক্ষিত নন। রোহিত, গিল, বিরাটরা ফাইনালে বড় রান করতে না পারলে সরাসরি পরীক্ষার মুখে পড়বে দলের লোয়ার মিডল অর্ডার।
দ্বিতীয় কাঁটা: ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট এখন মহম্মদ শামির (Mohammed Shami) দ্যুতিতে উজ্জ্বল। সেমিফাইনালের মতো বড় ম্যাচে কিন্তু দলের বাকি বোলাররা ক্লিক করেননি। প্রচুর রান দিয়েছিলেন মহম্মদ সিরাজ।
তৃতীয় কাঁটা: রোহিত শর্মার হাতে অতিরিক্ত বোলার নেই। নিয়মিত কয়েকজনকে বাদ বল হাতে ভারতের প্রথম একাদশে বিকল্প কম। বিরাট, রোহিতরা বল হাতে নিয়মিত নন।
চতুর্থ কাঁটা: টানা প্রায় দেড় মাস হল ক্রিকেট মাঠে রয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের একাদশ ম্যাচ খেলবে ফাইনালে। দেশের বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে খেলতে হয়েছে। ক্রিকেটারদের ওপর দিয়ে ধকল ভালোই যাচ্ছে।
পঞ্চম কাঁটা: ভারতের ফিল্ডিং কিন্তু আশা জাগানোর মতো হচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে প্রচুর ভুল করেছিলেন ভারতীয় ফিল্ডাররা। ব্যাটাররা বড় রান করতে না পারলে অতিরিক্ত রান দেওয়ার খেসারত দিতে হতে পারে ভারতকে।