এই ম্যাচের আগে ফেরা মুশকিল! হার্দিককে নিয়ে বিরাট আপডেট রোহিতের, হতাশ ভারতীয় ফ্যানরা

ইনজুরির কারণে আপাতত মাঠে থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি তিনি। জল্পনা ছিল শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হার্দিক হয়তো খেলতে পারবেন। সর্বশেষ আপডেট অনুযায়ী, হার্দিক পান্ডিয়া অন্তত পরের দুটি ম্যাচ থেকেও ছিটকে যেতে চলেছেন। একই সঙ্গে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, পান্ডিয়া সুস্থ হয়ে উঠছেন, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না।

   

ক্রিকেট মহলের একাংশের অনুমান, সেমিফাইনাল অর্থাৎ নকআউট রাউন্ডের আগেই ভারতীয় শিবিরে যোগ দেবেন হার্দিক পান্ডিয়া। ২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় দল। আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ ২০২৩ এর প্রাথমিক পর্বের শেষ ম্যাচ খেলবে দল। এখন দেখার বিষয়, নেদারল্যান্ডসের বিপক্ষে হার্দিক ফিরবেন, নাকি সরাসরি সেমিফাইনালে মাঠে নামবেন। তবে এই মুহূর্তে সেমিফাইনালে তিনি ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, পান্ডিয়ার রিকভারি সঠিক পথে এগোচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে ফলো-থ্রুতে পা মুচকে চোট পেয়েছিলেন। এর ফলে লিগামেন্ট ছিঁড়ে যায় বলে জানা গিয়েছিল। এই পরিস্থিতি থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় কুড়ি দিন সময় লাগে। সেই সঙ্গে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, হার্দিক পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাঁকে এনসিএর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রাখা হবে। তবে শোনা যাচ্ছিল, প্রয়োজনে ইনজেকশন নিয়ে খেলতে পারেন হার্দিক। কিন্তু এখন মনে হচ্ছে পুরোপুরি ফিট না হয়ে হার্দিক মাঠে ফিরবেন না।

hardik pandya injury

হার্দিক পান্ডিয়ার ইনজুরির পর প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব ও মহম্মদ শামি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রানে রান আউট হন সূর্য। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে শামি দুই ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি ও ইংল্যান্ডের বিপক্ষে ৪টি উইকেট নেন। তবে শ্রেয়াস আইয়ারের ফর্ম এখন চিন্তার বিষয়।