বিগত কয়েকদিন ধরেই সবাই এশিয়া কাপের (Asia Cup) জ্বরে কাবু ছিলেন। গতকাল শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ফাইনালে খেলতে নামে টিম ইন্ডিয়া (India national cricket team)। আর এই ম্যাচে নাটকীয় মুহূর্ত দেখা যায় প্রথম থেকেই। ভারতীয় জোরে বোলার জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) শ্রীলঙ্কাকে প্রথম ঝটকা দেন। এরপর টপাটপ একের পর এক উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এমনকি এক ওভারেই ৪ শ্রীলঙ্কান ব্যাটারদের আউট করেন তিনি। ৭ ওভারে ১ মেডেন, ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। এটাই ছিল সিরাজের জীবনের সেরা বোলিং। সিরাজ, হার্দিক, বুমরাহর আগুনে বোলিংয়ের জেরে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় গোটা শ্রীলঙ্কা দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। আর সেই সিদ্ধান্তই যেন গোটা দলের জন্য কাল হয়ে দাঁড়ায়। ৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল সহজেই তা ছুঁয়ে ফেলে। ৬.১ ওভারেই টিম ইন্ডিয়া তাদের লক্ষ্য পূরণ করে ফেলে। এশিয়া কাপের ফাইনালে ১০ উইকেটে বড় জয় পায় ভারত। একদিকে যখন সবাই এশিয়া কাপের জয় নিয়ে উচ্ছ্বসিত। তখনই খারাপ খবর শোনালেন রোহিত শর্মা।
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এমন কথা বলেন, যা শুনে মন খারাপ হয়ে যায় সবার। তিনি জানান যে, টিম ইন্ডিয়ার বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) আগামী সপ্তাহে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডে ম্যাচ থেকে বাদ পড়তে পারেন। বলে দিই, এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দু’বার হাতে চোট পেয়েছিলেন অক্ষর। আর এই কারণে তাঁকে ফাইনাল ম্যাচেও খেলতে দেখা যায়নি।
তবে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে ভালো খবর শুনিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন যে, আইয়ার ৯৯ শতাংশ ফিট। পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় তিনি কোমরে চোট পান। তবে এখন সুস্থ আছেন। কিন্তু তাঁর জন্য কিছু মানদণ্ড থাকার কারণে তাঁকে দলে সুযোগ দেওয়া হয়নি। খুসব শীঘ্রই সে দলে ফিরবে।