হাতে নেই কাজ, সংসার চালাতে ATM গার্ডের চাকরি নিলেন ঋত্বিক! এ কী হল অভিনেতার

ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এর নাম জানেনা এমন লোক পাওয়া মুশকিল। কিন্তু তার নতুন লুক দেখে অবাক সবাই। গায়ে আকাশী জামা এবং পরনে নেভি ব্লু প্যান্ট আর মাথায় টুপি। ATM গার্ডের পোশাকে ঋত্বিক চক্রবর্তীকে চেনাই দায়। কিন্তু এরকম হাল হলো কেন! কী এমন দায় পড়লো তার?

হাজারো লোকের আনাগোনা হাজরাতে, সেখানে চারিদিক ভিড়ে গিজগিজ করছে। ছাত্রছাত্রী থেকে নিত্য যাত্রী সেখানে পেরিয়ে যাচ্ছে আর তারই মধ্যে বসে ATM পাহারা দিচ্ছেন ঋত্বিক চক্রবর্তী। অথচ কেও নোটিশ অবধি করেনি! তো এহেন ঘটনায় মনে হতেই পারে যে, তিনি কি সত্যিই ঋত্বিক চক্রবর্তী? নাকি তার হামশকল কেও!

এদিকে দেখা যাচ্ছে যে, তাকে প্রশ্ন করলে তিনি স্পষ্টই উত্তর দেন যে, তিনি নাকি চন্দন সেন! আগে জুটমিলে কাজ করতেন কিন্তু সেই কাজ চলে যাওয়ায় এখন ATM এর সিকিওরিটি গার্ডের কাজ করছেন তিনি! এরকম দৃঢ় উত্তর এবং বাচনভঙ্গিমার কারণে অনেকেই ভেবে নিয়েছেন যে, তিনি হয়তো আসল ঋত্বিক চক্রবর্তী নন।

তাহলে ব্যাপারটা ঠিক কি দাঁড়াচ্ছে? সত্যিই কি অভিনেতা ? নাকি অন্য কেও! আপনাদের জানিয়ে রাখি তিনি ঋত্বিক চক্রবর্তীই বটেন। যদিও এটা কিন্তু কোনো শুটিং নয়, স্রেফ অভিনয়ের খাতিরে এই অবতার ধারণ করেছেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার পরবর্তী ছবি ‘মায়ার জঞ্জাল’। আর তার প্রমোশনের জন্যই এমন কাজ তার।

ritik

ছবিতে চন্দন সেনের চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটির প্রমোশনের জন্য একদম নয়া অবতারে ধরা দিয়েছেন তিনি। উল্লেখ্য যে,অধিকাংশ মানুষই চিনতে পারেনি তাকে। তবে এর মধ্যেও যে কয়জন লোক তাকে চিনেছেন তারা এসে কথা বলেছেন অভিনেতার সাথে। প্রসঙ্গত জানিয়ে দিই, ছবিটি ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্দেশ্যে তৈরি হয়েছে। সেখানে অভিনয় করবেন ব্রাত্য বসু, সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অপি করিমের মত প্রমুখ অভিনেতা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button