রেশন কার্ড দিয়ে সামগ্রী নেওয়ার নিয়মে আমূল পরিবর্তন, না জানলে পড়বেন বিপদে

নতুন নিয়ম জুড়তে চলেছে রেশনে। আগামী মাস থেকে রেটিনা স্ক্যানের পরেই রেশন কার্ড (Ration Card) দিয়ে সামগ্রী নিতে পারবেন উপভোক্তারা! এবার থেকে অধার নাম্বার নিশ্চিৎ করার জন্য ফিঙ্গারপ্রিন্টের জায়গায় রেটিনা স্ক্যান করা হবে। ইতিমধ্যেই কিছু মডেল রেশন দোকানের নির্বাচন করা হয়েছে, সেখানেই সর্বপ্রথম এই প্রক্রিয়া শুরু করা হতে চলেছে।

দেশের মধ্যে বাংলাতেই প্রথম রেটিনা পরীক্ষার মাধ্যমে রেশন দেওয়া শুরু হতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলা এবং শহরে শুরু হবে এই রেটিনা স্ক্যান করার পদ্ধতি। আগে যদিও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেশন দেওয়া হতো, কিন্তু এবার থেকে সেই নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে।

iris and retinal scan scaled

আসলে এই প্রক্রিয়ায় বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে গ্রাহকদের। তারপরই এই রেটিনা স্ক্যান করার কথা জানায় রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিচ্ছে সমস্ত দোকানেই এই পদ্ধতিতে রেশন দেওয়ার ব্যাপারে। আবার এই নিয়মের ফলে যে স্বচ্ছতা আসবে সেই নিয়েও বেশ আশাবাদী রাজ্য সরকার।

জানিয়ে রাখি যে, এই মেশিন বসানোর দায়িত্ব থাকছে এক বেসরকারি সংস্থার ওপর। ডিলারদের সেই নিয়ে প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়া সমস্ত বিষয়গুলো ভালো করে বোঝানোও হবে তাদের। সমস্ত রেশন ডিলারদের জানানো হবে এই প্রক্রিয়ার ব্যাপারে। যদিও এখন প্রায় সমস্ত গ্রাহকদেরই আধার যাচাই করে দেখা হয় রেশন দেওয়ার আগে। কিন্তু এবার রেটিনা স্ক্যানিং করে পুরো ব্যাবস্থায় স্বচ্ছতা আনতে চাইছে সরকার।

ration shop ration card

এই বিষয়ে ডিলারদের একাংশ জানান, “প্রযুক্তির বিষয় রয়েছে। আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য আমরা সমস্ত পদক্ষেপ করতে রাজি। স্বচ্ছভাবে সকলের কাছে রেশন পৌঁছে যাক, এমনটাই চাই।” মোট ২১ হাজার রেশন দোকানে এই রেটিনা স্ক্যান চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারী তরফে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button