ICICI, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে হয়ে যান সাবধান! কড়া অ্যাকশন নিল RBI

নিয়ম না মানলে যদি কেউ ভেবে থাকে পার পেয়ে যাবে তাহলে সে কিন্তু ভুল ভাবছে। বিশেষ করে এই কথাটা খাটে দেশের সব কটি ব্যাঙ্কের ক্ষেত্রেই। কারণ নিয়মে একটু নয় ছয় দেখলেই চরম সিদ্ধান্তের পথে হাটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (Reserve Bank of India)।

   

আরবিআই- এর কোপের মুখে কখন কোন ব্যাঙ্ক পড়ে যায় তার কোনও গ্যারান্টি থাকে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো ব্যাঙ্কও শাস্তি পাওয়ার হাত থেকে রেহাই পায় না, সেখানে অন্যান্য ব্যাঙ্ক তো চুনোপুঁটি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। উৎসবের আবহে RBI-এর বড়সড় শাস্তির মুখে পড়ল দেশের দুটি বড় ব্যাঙ্ক। যারপর থেকেই ব্যাঙ্কে মানুষের ভিড় জমতে শুরু করেছে। কারণ সকলের মনে এখন একটা প্রশ্নই দানা বাঁধছে, তাঁদের টাকা সুরক্ষিত আছে তো?

আপনিও কি জানতে চান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাস্তির মুখে কোন দুটি ব্যাঙ্ক পড়েছে? তাহলে টিকে থাকুন এই প্রতিবেদনটির ওপর। জানা গিয়েছে, আরবিআই এবার দেশের অন্যতম দুটি বড় ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ককে ১২.১৯ কোটি টাকা এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে ৩.৯৫ কোটি টাকার জরিমানা করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্ককে করেক কোটি টাকার জরিমানা করেছিল আরবিআই বলে খবর।

আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ঋণ ও অগ্রিম লেনদেন, জালিয়াতি শ্রেণিবিন্যাস এবং ব্যাঙ্কগুলির তথ্য প্রকাশ সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের জন্য আইসিআইসিআই ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, আর্থিক পরিষেবার আউটসোর্সিংয়ে ঝুঁকি ব্যবস্থাপনা এবং আচরণবিধি সম্পর্কিত নির্দেশ না মানার জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককেও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।

rbi bank

আরবিআইয়ের মতে, উভয় ক্ষেত্রেই জরিমানা আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাঙ্কগুলির দ্বারা নিয়ন্ত্রক বিধান লঙ্ঘনের জন্য। এর পেছনে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের কোনো লেনদেন বা চুক্তির বৈধতা নিয়ে কোনো রায় দেওয়ার কোনো অভিপ্রায় নেই।