এই দুই ব্যাঙ্ক’কে মোটা টাকা জরিমানা RBI-র! আপনার অ্যাকাউন্ট নেই তো?

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ভারতের (India) সমস্ত ব্যাংকের (Bank) নিয়ামক সংস্থা। দেশের সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত প্রবর্তন করে RBI। দেশের বিভিন্ন ব্যাংক নিয়ম মেনে চলেছে কিনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে FD এর নিয়ম, সবকিছুই নিয়ন্ত্রণ করে RBI।
এবার RBI এক নয়া ব্যাংকের ওপর ৫ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। ৫ ডিসেম্বর বেঙ্গালুরুর এক ব্যাংকের বিরুদ্ধে এই জরিমানা করেছে তারা। একাধিক নিয়ম লঙ্ঘন করার জন্য বেঙ্গালুরু স্থিত ভারত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে জরিমানা করেছে তারা।
RBI তাদের নোটিশে জানিয়েছে যে, ব্যাংকটি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট এর ধারা 47 A (1) (c) রিড, 46 (4) (i), এবং ধারা 56 অমান্য করার অপরাধে এক জরিমানা আরোপ করছে রিজার্ভ ব্যাংক।
তবে শুধু ভারত কোঅপারেটিভ ব্যাংক-কেই না, একইসাথে অরুণাচল প্রদেশের গ্রামীণ ব্যাংক’কেও ২ লক্ষ টাকা জরিমানা করেছে। এই ব্যাংকটিও ১৯৪৯ এর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট এর ধারা 51(1) অমান্য করায় এই জরিমানা আরোপ করা হয়েছে।