নিয়ম ভঙ্গের জের! এই তিন ব্যাঙ্ক-কে বড় ঝটকা দিল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?

সারা দেশের ব্যাঙ্কিং (Bank) সংক্রান্ত সমস্ত আইন পরিদর্শন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। দেশের সমস্ত ব্যাংক, ব্যাঙ্কিং নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ না করলে RBI প্রায়শই কিছু বড় পদক্ষেপ নেয় ব্যাঙ্কগুলির বিরুদ্ধে। কিছুদিন আগেই যেভাবে বিভিন্ন কো অপারেটিভ ব্যাংকের ওপর খড়গহস্ত হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাতে এবার অতিরিক্ত সতর্কতা বজায় রেখে চলেছে ব্যাংকগুলো।

কিন্তু আবারো ৩ টি কো অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক। আর নিয়ম ভঙ্গ করার জন্য শাস্তিস্বরূপ জরিমানা করেছে তারা। RBI তাদের এই ‘শাসন’ পর্বে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত ডঃ আম্বেদকর নাগরিক সহকারি ব্যাঙ্ক মর্যাদিতকে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা জরিমানা করেছে।

কেন করেছে এই জরিমানা তার কারণ স্বরূপ জানা যাচ্ছে যে, ব্যাঙ্কের নির্দেশিকা অমান্য করেছিল তারা। তাছাড়া KYC সম্পর্কিত সমস্ত নির্দেশাবলীগুলি অমান্য করায় এই শাস্তির মুখে পড়তে হয়েছে। এছাড়া আরো দুই ব্যাঙ্ক-কে নিজেদের কৃতকর্মের ফল ভুগতে হচ্ছে। যেগুলি হলো রবি কমার্শিয়াল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং মধ্যপ্রদেশের বিদিশায় অবস্থিত নাগরিক সহকারী ব্যাঙ্ক মর্যাদিত।

এর মধ্যে রবি কমার্শিয়াল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক-র থেকে ১ লক্ষ টাকা জরিমানা নিয়েছে RBI, আর নাগরিক সহকারী ব্যাঙ্ক মর্যাদিতকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে তারা। প্রথম ব্যাঙ্ক-র ক্ষেত্রে তাদের দোষ FD তে সুদের খেলাপ করেছে তারা। আর দ্বিতীয় ব্যাঙ্ক-র দোষ ছিল KYC সংক্রান্ত নিয়ম এর লঙ্ঘন করা।

তবে এই প্রথম নয় যে রিজার্ভ ব্যাঙ্ক শক্ত হতে শাসন করছে দেশের বিভিন্ন কো অপারেটিভ ব্যাঙ্ক গুলোকে। গত কয়েক মাসে পৃথক পৃথক ভাবে অনেক ব্যাঙ্ক-র বিরুদ্ধে ব্যবস্থা নেয় RBI। যার মধ্যে রয়েছে মেহসানা কো-অপারেটিভ ব্যাঙ্ক, ওয়ারুদ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক মর্যাদিত, ছত্তিসগড় স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক মর্যাদিত, গোয়া স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক ইত্যাদি। এই সমস্ত ব্যাঙ্ক-র প্রত্যেকটির ওপরেই জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

rbi 1fa

গত মাসেও ৮ টি ব্যাঙ্ক-র বিরুদ্ধে পদক্ষেপ নেয় RBI। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে অবস্থিত ভারত হেভি ইলেক্ট্রিক্যালস এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক, কেরালার পালাক্কাদ জেলায় অবস্থিত দ্য ওটাপলাম কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড, হায়দরাবাদে অবস্থিত দারুসসালাম কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক, তেলেঙ্গানা দ্য নেলোর কো- অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড, অন্ধ্রপ্রদেশ এর কাকিনাদা কো-অপারেটিভ টাউন ব্যাংক লিমিটেড- এই ৮ টি ব্যাঙ্কগুলিকেও নিয়ম ভঙ্গ করার কারণে শাস্তিভোগ করতে হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button