বড় সিদ্ধান্তের পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। RBI-র এক সিদ্ধান্তের কারণে লাভবান হবেন দেশের বহু মানুষ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে RBI আবার কি এমন সিদ্ধান্ত নিল? তাহলে তা বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ঝটপট এই প্রতিবেদনটি পড়ে ফেলতে হবে। জানা গিয়েছে, আরবিআই শাস্তিমূলক সুদ সম্পর্কিত একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এর অধীনে, ব্যাঙ্ক, এনএফবিসি বা অন্যান্য ঋণদাতারা ঋণ অ্যাকাউন্টগুলি অমান্য করার জন্য শাস্তিমূলক সুদ নিতে পারবে না।
ঋণ দান খাতে ন্যায্যতা ও স্বচ্ছতা বাড়ানোর জন্য এটি করা হয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস গত এপ্রিল মাসের আর্থিক নীতি সভায় এই ঘোষণা করেছিলেন। এখন এর নির্দেশিকা জারি করা হয়েছে যা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে। রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে যে ব্যাঙ্কগুলি যেন শাস্তিমূলক সুদকে টাকা উপার্জনের মাধ্যম না করে। একই সঙ্গে RBI জানিয়ে দিয়েছে, এ ধরনের জরিমানার ওপর কোনো সুদ নেওয়া হবে না।
আরও পড়ুনঃ এবার বাংলায় অত্যাধুনিক ‘বন্দে ভারত” তৈরি করবে রেল, ভাগ্য খুলল চিত্তরঞ্জনের! বরাত এতগুলি ট্রেনের
আরবিআই বলেছে, যদি কোনও লোন অ্যাকাউন্টে জরিমানা আরোপ করা হয় তবে এটি পেনাল চার্জের মতো হওয়া উচিত। এটি শাস্তিমূলক সুদের আকারে হওয়া উচিত নয়, যা ঋণের সুদের হারের সাথে যুক্ত করা হয়। প্রকৃতপক্ষে, যখন কোনও গ্রাহক EMI প্রদান করেন না, তখন সেই ইএমআই-র উপরও সুদ থাকে, যা আরবিআই এবার থেকে আরোপ করতে নিষেধ করেছে।
তবে এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, আরবিআই নির্দেশ দিয়েছে যে এই নতুন নির্দেশিকা ক্রেডিট কার্ড এবং ব্যবসায়িক ক্রেডিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ ক্রেডিট কার্ডের ইএমআই সময়মতো পরিশোধ না করলে ব্যাঙ্ক ও এনবিএফসিও ইএমআই-তে সুদ আদায় করতে পারে। আরবিআই আরো জানিয়েছে যে ব্যক্তিগত ঋণগ্রহীতাদের উপর আরোপিত জরিমানা অ-ব্যক্তিগত ঋণগ্রহীতাদের উপর আরোপিত জরিমানার চেয়ে বেশি হতে পারে না।