আর নেই চিন্তা! দেশবাসীকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা RBI-র, শুনে আপনিও আনন্দে লাফাবেন

মাছ, মাংস দূর অস্ত, সাধারণ সবজির বাড়তি দাম নিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে আম জনতার। টমেটো থেকে শুরু করে পেঁয়াজ, দাম শুনে রীতিমতো আঁতকে উঠছেন মানুষ। এসবের মাঝেই এবার আসরে নামল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ভারতের সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। গত দুই মাসে দেশে টমেটো, পেঁয়াজসহ অনেক সবজির দাম ব্যাপক হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে সবজির মূল্যস্ফীতি থেকে আর কতদিন স্বস্তি পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই প্রশ্নের উত্তর দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। আশ্বাস দিলেন দাম কমার।

তিনি বুধবার বলেন, সেপ্টেম্বরের মধ্যে সবজির দাম বড় আকারে কমতে পারে। এক অনুষ্ঠানে RBI গভর্নর বলেন, সরকার সঠিক সময়ে হস্তক্ষেপ করেছে। এ কারণে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি হয়নি এবং সঠিক সরবরাহের কারণে দাম নিয়ন্ত্রণে সহায়তা করেছে।

একই সঙ্গে তিনি বলেন, যদিও মুদ্রাস্ফীতির হার এখনও প্রত্যাশার চেয়ে বেশি, তবে গত কয়েক মাসে এমন লক্ষণ দেখা গেছে যে আগামী দিনগুলিতে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আরবিআই-এর এহেন আশ্বাসবাণী শুনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন দেশের আম জনতা বলে মনে করা হচ্ছে।

আরবিআই গভর্নর বলেন, জুলাই মাস থেকে ভারতে সবজির দাম ক্রমাগত বাড়ছে। টমেটোর কারণে মুদ্রাস্ফীতির হার ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও সরকার সঠিক সময়ে টমেটোর দাম নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে বাজারগুলিতে টমেটোর নতুন ফসল আসায় এর দাম এখন ব্যাপক ভাবে কমতে দেখা গেছে।

RBI জানাচ্ছে, ‘পেঁয়াজের সাপ্লাই চেইন ভালো রাখতে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা আশা করছি, সেপ্টেম্বরের মধ্যে সবজির মূল্যস্ফীতি কমতে দেখা যাবে। তাৎপর্যপূর্ণভাবে, খুচরা মুদ্রাস্ফীতির হার জুলাই মাসে অসাধারণ বৃদ্ধি পেয়েছে এবং এটি ১৫ মাসের সর্বোচ্চ ৭.৪৪ শতাংশে পৌঁছেছে। জুলাই মাসে মুদ্রাস্ফীতির ব্যাপক বৃদ্ধির পিছনে রয়েছে শাকসবজি প্রধান কারণ।‘