কোটি কোটি গ্রাহকদের সতর্ক করল RBI, ব্যাঙ্কে যাওয়ার আগে না জানলে পড়বেন সমস্যায়

আপনিও যদি শীঘ্রই কোনোকাজের প্রয়োজনে ব্যাংক (Bank) যাওয়ার কথা ভাবছেন তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বেশ বড়সড় তথ্য জানিয়েছে। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, আপনার যদি ব্যাংকে কোনো গুরুত্বপূর্ন কাজ থাকে তাহলে সেটি শীঘ্রই করে ফেলুন।

 ফেব্রুয়ারি মাসে ২৮ দিনের মধ্যে ১০ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। আগামী সপ্তাহে আবার টানা ৩ দিন ব্যাংক বন্ধ থাকছে। এমন অবস্থায় RBI একটি তালিকা জারি করেছে যা বেশ গুরুত্বপূর্ন। চলুন এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানাই আপনাদের।

rni reserve bank of india

প্রথমেই জানিয়ে দিচ্ছি যে, এই মাসে ১০ দিন ব্যাংক বন্ধ থাকলেও আপনি অনলাইনে সমস্ত কাজ করতে পারবেন। তাহলে এবার দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাংক তাদের তালিকায় কি জানিয়েছে।

রিজার্ভ ব্যাংক তালিকা প্রকাশ করে বলেছে কোন কোন দিন কোথায় ব্যাংক বন্ধ থাকতে চলেছে।

১) ১৫ ফেব্রুয়ারি ইম্ফল এবং আশেপাশের অঞ্চলগুলোতে ব্যাংক বন্ধ থাকছে

২) ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির কারণে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউতে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরমেও বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা।

৩) ১৯ ফেব্রুয়ারি রবিবার, তাই সারা দেশেই ব্যাংক পরিষেবা বন্ধ থাকতে চলেছে।

rbi reserve bank
৪) ২০ ফেব্রুয়ারি, রাষ্ট্র দিবসের কারণে আইজলে ব্যাংক বন্ধ থাকবে

৫) ২১ ফেব্রুয়ারি, লোসারের কারণে গ্যাংটক এবং তার আশেপাশের অঞ্চলে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।

৬) ২৫ ফেব্রুয়ারি, মাসের শেষ শনিবার তাই সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে

৭) ২৬ তারিখ আবার রবিবার।

চাইলে আপনিও রিজার্ভ ব্যাংকের তালিকাটি চেক করে নিতে পারবেন। এজন্য আপনাকে যেতে হবে https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx এ। সেখানে আপনি প্রতি মাসে প্রতিটি রাজ্যের কোথায়, কোন ব্যাংক ছুটি থাকছে তার তথ্য পেয়ে যাবেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button