৮টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল RBI, দিতে হবে মোটা টাকা জরিমানা

ভারতের সমস্ত ব্যাঙ্কগুলোকে (Bank) শাসনে রাখে Reserve Bank Of India। এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো ব্যাঙ্ক গুলোকে অনুসরণ করে চলতে হয়। আর সেই নিয়মের অন্যথা হলেই RBI ব্যাঙ্কগুলোকে কড়া হতে শাসন করে। জানা যাচ্ছে নিয়ম লংঘন করার কারণে রিজার্ভ ব্যাঙ্কের রক্তচক্ষুর কবলে পড়েছে ৮ টি ব্যাঙ্ক। সাথে তাদের জরিমানা করা হয়েছে পুরো ৪০ লাখ টাকা!
সোমবারই নোটিফিকেশন জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, পুরো ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গুজরাটের ‘মেহসানা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে। কারণ হিসেবে বলা হয়েছে যে, গত ২০১৬ সালে সুদ সংক্রান্ত নিয়মাবলী অনুসরন করেনি এই ব্যাঙ্ক। অবশ্য শুধু গুজরাটের ব্যাঙ্ককেই নয়, এরপর ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মহারাষ্ট্রের ইন্দাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে।
ওই দুটো ব্যাঙ্ক ছাড়া মহারাষ্ট্রের ‘ওয়ারুদ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক’ এবং মধ্যপ্রদেশের ‘ডিস্ট্রিক্ট কো-অপারেটি সেন্ট্রাল ব্যাঙ্ক’ আর ‘ইয়াভাতমাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককেও শাস্তি দিয়েছে RBI। এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ যে, তারা KYC করার ক্ষেত্রে তিন তিনটি আইনকে লঙ্ঘন করেছে।
সারা ভারত জুড়েই ব্যাঙ্কগুলির KYC এর নিয়মে বেশ পরিবর্তন এসেছে। সেই জন্য RBI এর প্রকোপে এসেছে আরো কয়েকটি ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে ছত্রিশগড় স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক মারিয়াডিট। এই ব্যাঙ্ককে একেবারে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে RBI। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক-র সিদ্ধান্তে একেবারে তটস্থ হয়ে রয়েছে বিভিন্ন ব্যাঙ্কগুলো।
এছাড়া তালিকায় রয়েছে গড়হা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, গুনা, মধ্যপ্রদেশ, এবং গোয়া স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক। মোট ৮ ব্যাঙ্ক-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে RBI। এখন দেখার রিজার্ভ ব্যাঙ্ক শেষ পর্যন্ত কি কোনো ব্যাঙ্ককে ব্যান করে দেয় নাকি।