বর্তমান সময় এমন মানুষকে খুঁজে পাওয়া কঠিন যার ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) নেই। আপনারও কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কারণ যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য একটি বড় সিদ্ধান্তের পথে হাঁটলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই (Reserve Bank of India)।
অনেক সময়েই ফেলা যায় যে ব্যাঙ্কে পর্যাপ্ত টাকা না থাকার কারণে পেনাল্টি চার্জ করা হয়। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটে। সেক্ষেত্রে আপনার মনেও কি প্রশ্ন জাগে যে ব্যাঙ্কে ন্যূনতম কত টাকা থাকা জরুরি? তাহলে জেনে রাখুন।
আপনার সেভিংস অ্যাকাউন্ট-এ আপনার ন্যূনতম কত টাকা থাকতে হবে? ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে ব্যাংক কী করবে? ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য ব্যাংক যদি জরিমানা আরোপ করে তবে কী করবেন? লোকেরা প্রায়শই অভিযোগ করে যে কোনও কারণ ছাড়াই তাদের ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আপনার কী করা উচিত? তাহলে অসুন জেনে নিন আরবিআই-এর কিছু নিয়ম সম্পর্কে।
সব ব্যাংকের নিজস্ব কিছু আলাদা নিয়ম আছে। সেভিংস অ্যাকাউন্টের কথা বলতে গেলে সাধারণত ন্যূনতম ব্যালেন্স ৫০০০ টাকা থাকতে হয়। আধা-শহুরে শাখাগুলিতে অনেক ব্যাঙ্কের এই সীমা ২,৫০০ টাকা। তবে জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স থাকা অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকার প্রয়োজন নেই। ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ এটি না করে তবে ব্যাংক কর্তৃক একটি জরিমানা আরোপ করা হয়। তবে আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট মাইনাসে নামিয়ে আনতে পারে না।

আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, গ্রাহকের অ্যাকাউন্টের ব্যালেন্স কম হলেও কোনও ব্যাঙ্ক টাকা কাটতে পারে না। জরিমানার নামে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে তাদের অ্যাকাউন্ট মাইনাস করার অধিকার ব্যাংকের নেই। কেউ যদি এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে তখনই আরবিআই এর কাছে অভিযোগ জমা দিতে পারেন উক্ত ব্যাংকের বিরুদ্ধে।