ছোট এক টাকার কয়েন নিচ্ছে না কেউ? হয়ে যান সাবধান! এবার বড় কথা জানিয়ে দিল RBI

অটোওয়ালা হোক বা বাস, অথবা সবজি বাজার… ১ টাকার কয়েন নিয়ে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই বলছেন যে তাঁদের কাছে থাকা ১ টাকার কয়েন ব্যবহার করতে পারছেন না। কারণ তারা সেগুলি বাজারে বা বাস এবং অটোতে দিতে গেলে তারা গ্রহণ করছেন না। অনেকেরই মনে ইতিমধ্যে এখন একটি ধারণা জন্মেছে যে এক টাকার কয়েন হয়তো আর দেশে বৈধ নয়। কিন্তু সত্যি কি তাই?

   

1 rupee

অনেকেই ইতিমধ্যে বলতে চলে শুরু করেছে যে সরকার এই এক টাকার কয়েন বা ৫০ পয়সার কয়েনের প্রচলন নাকি বন্ধ করে দিয়েছে। এদিকে আসল সত্যিটা ঠিক কি তা নিয়ে ধন্ধে রয়েছেন বহু মানুষ। আপনার কাছেও কি ৫০ পয়সা, ছোট ১ টাকার কয়েন রয়েছে? চালাতে পারছেন না? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা এবং ২০ টাকার কয়েন ভারতে প্রচলিত রয়েছে। এই সমস্ত কয়েন গুলি আরবিআই (Reserve Bank of India) দ্বারা জারি করা হয় এবং একাধিক নকশা নিয়ে বাজারে আসতে থাকে। এমন পরিস্থিতিতে সব ধরনের কয়েনই বৈধ এবং এটিকে নকল বলে কেউ নিতে অস্বীকার করতে পারবে না। আরবিআইয়ের মতে, এখনও পর্যন্ত কেবল মাত্র ২৫ পয়সা বা তার কম মূল্যের কয়েন নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের প্রচলন বন্ধ করা হয়েছে।

one rupee 11

একই সময়ে, ৫০ পয়সার নতুন কয়েন জারি করা হয় না, তবে তার মানে এই নয় যে এটির প্রচলন বন্ধ হয়ে গিয়েছে। এবং কোনও ব্যক্তি সেগুলি নিতে অস্বীকার করতে পারবেন না। যদি কেউ তা নিতে অস্বীকার করে তাহলে তাঁর বিরুদ্ধে সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছে আরবিআই।