ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে কেনাকাটা করার আগে জেনেনিন এই নিয়ম, নির্দেশিকা জারি করল RBI

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) এবার একটি আদেশ জারি করে জানিয়েছে যে আগামী ৩০ সেপ্টেম্বরের আগে অনলাইন, পয়েন্ট-অফ-সেল এবং বিভিন্ন অ্যাপে লেনদেনের কাজে ব্যবহৃত সমস্ত ক্রেডিট কার্ড (Credit Card) এবং ডেবিট কার্ড (Debit Card) এর ডেটা RBI এর নতুন টোকেন সিস্টেমে পরিবর্তন করতে। টোকেনাইজেশনের উচ্চ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীর পেমেন্ট অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তুলবে। এবার থেকে আপনার কার্ডের সমস্ত বিবরণ এনক্রিপ্ট করা ‘টোকেন’ হিসাবে সংরক্ষণ করা হবে, আর সেখান থেকেই পেমেন্ট করবেন গ্রাহকরা।
RBI এর জারি করা এই টোকেনগুলির সাহায্যে, গ্রাহকদের বিবরণ প্রকাশ না করেই অর্থপ্রদান করা যেতে পারে। RBI এর নির্দেশিকা অনুযায়ী এবার থেকে একটি এনক্রিপ্ট করা ডিজিটাল টোকেন দিয়ে আসল কার্ডের ডেটাকে বদলে ফেলা বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ডের লেনদেনগুলি আরও নিরাপদ এবং আরও সুবিধাজনক হয়ে উঠবে।
RBI নতুন নির্দেশিকা জারি করেছে যাতে দেশের সমস্ত গ্রাহকদের অনলাইন স্ক্যাম থেকে নিরাপদে রাখা যায়। এবার থেকে এই নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র কার্ড ইস্যুকারী নেটওয়ার্কই ডেবিট এবং ক্রেডিট কার্ড এর তথ্য সংরক্ষণ করতে পারবে। তাছাড়া বিভিন্ন অনলাইন অ্যাপের মধ্যে যে পুরনো ডেটা সংরক্ষিত রয়েছে সেটিও মুছে ফেলতে হবে।
RBI এর এই টোকেনাইজেশন এর জন্য গ্রাহকদের কোনো টাকা দিতে হবে না। এর আগে ১ লা জুলাই এই সিস্টেম কার্যকর হওয়ার কথা হলেও, পরে সেই তারিখ পিছিয়ে ৩০ শে সেপ্টেম্বর করে দেওয়া হয়। তো চলুন জেনে নিই কিভাবে এই টোকেন তৈরি করতে হয়।
১) প্রথমে আপনি নিজের পছন্দমত ই-কমার্স এর অ্যাপে বা ওয়েবসাইট যান।
২) এরপর আপনি নিজের কার্ডটি নির্বাচন করুন। চেক আউট করার সময় আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ডের বিবরণ দিন।
৩) কার্ডটি সুরক্ষিত করার জন্য RBI নির্দেশিকা অনুসারে, আপনার কার্ডকে টোকেনাইজ করতে “RBI নির্দেশিকা অনুযায়ী আপনার কার্ড সুরক্ষিত করুন” বিকল্পটি নির্বাচন করুন।
৪) এরপর টোকেন তৈরি করার অনুমতি দিন। প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এরপর আপনার ফোন বা ইমেলে ব্যাঙ্কের পাঠানো OTP এন্টার করুন।
৫) এরপর আপনার কার্ডের ডেটা টোকেন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
৬) এরপর আপনি সেই ওয়েবসাইট বা অ্যাপে পেমেন্ট করার সময় শুধুমাত্র আপনার কার্ড নম্বরের শেষ চারটি সংখ্যা দেখাবে।