ফিক্সড ডিপোজিটে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আনল RBI, জারি হল নতুন নির্দেশিকা

২০০০ টাকার নোট (Bank Note) নিয়ে এখনো বহু দেশবাসী থরহরিকম্প। ২০০০ টাকার নোট এখনও বাজারে রয়েছে। আরবিআইয়ের (Reserve Bank of India) মতে, ২০০০ টাকার নোটের ১০ হাজার কোটি টাকা এখনও মানুষের হাতে রয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) আশা প্রকাশ করেছেন যে এই নোটগুলি শীঘ্রই ব্যাঙ্কগুলিতে জমা হবে। ২০০০ টাকার নোট বদল বা জমা দেওয়ার শেষ তারিখ ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। আপনার কাছেও যদি এখনও ২০০০ টাকার নোট থাকে থাকে তবে আপনি আপনার শহরে আরবিআই অফিসে গিয়ে এটি পরিবর্তন বা জমা দেওয়ার সুবিধা নিতে পারেন।

   

যদিও এরই মাঝে এল আরো বড় খবর। আপনারও কি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট রয়েছে? আপনারও কি ব্যাঙ্কে মোটা অংকের কোনও ফিক্স ডিপোজিট করা রয়েছে? তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত জরুরী খবর। কারণ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) নিয়ে এবার বড় রকমের সিদ্ধান্তের পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI)।

আপনারও যদি FD থেকে থাকে তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বৃহস্পতিবার জানিয়েছে যে ব্যাঙ্কগুলিকে এক কোটি টাকা পর্যন্ত সমস্ত ফিক্সড ডিপোজিটে টাকা তোলার সুবিধা দিতে হবে। বর্তমানে এই সীমা ১৫ লক্ষ টাকা পর্যন্ত ছিল, তবে এবার তা ১ কোটি টাকা করা হল। এবার থেকে আপনি মেয়াদ পূর্তির আগেই এত পরিমাণ টাকা তুলতে পারবেন বৈকি।

bank woman money

আরবিআই-এর তরফে এক সার্কুলারে বলা হয়েছে, “পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফিক্সড ডিপোজিটের টাকা তোলার ন্যূনতম পরিমাণ ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা যেতে পারে। এছাড়াও, ব্যাংকগুলিকে বিদ্যমান নিয়ম অনুযায়ী ফিক্সড ডিপোজিটের সময়কাল এবং আকারের উপর নির্ভর করে বিভিন্ন সুদের হার দেওয়ার বিকল্প দেওয়া হয়েছে। সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কগুলিতে এই নির্দেশগুলি তাত্ক্ষণিকভাবে কার্যকর হয়েছে।” যদিও এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, আপনি যদি সময়ের আগে এফডির টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও পেনাল্টি করা হবে। ০.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।