আর টিপতে হবে না মোবাইল, মুখে বলেই UPI লেনদেন! বড় প্রযুক্তি আনল RBI

বর্তমান সময়ে গোটা ভারতে দাপিয়ে বেড়াচ্ছে ইউপিআই (Unified Payments Interface) পরিষেবা। এই UPI-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ হয়েছে। আপনার কাছে যদি নগদ টাকা নাও থাকে তাহলেও চিন্তা নেই আর, কারণ এই UPI যদি আপনার কাছে থাকে তাহলেই হবে কেল্লাফতে।

এই ইউপিআই-এর মাধ্যমে আপনি যে কোনও সময়ে, যে কোনও জায়গা থেকে টাকার লেনদেন করতে সক্ষম হবেন। ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) কেবল দেশেই নয়, আরও অনেক দেশে এর জনপ্রিয়তা বাড়ছে। এদিকে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে এটিকে আরো ইউজার ফ্রেন্ডলি করার কাজ চলছে।

এখন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি নতুন ফিচার যুক্ত করেছে, যা চমৎকার। হ্যাঁ, ইউপিআই-এর মাধ্যমে ভয়েস মোড পেমেন্টের সুবিধা চালু করা হল, অর্থাৎ এখন মোবাইলে আঙুল চালানোর দরকার নেই, শুধু কথা বলে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারবেন আপনিও।

UPI-তে কথা বলে অর্থ প্রদানের নতুন পরিষেবাটি এই পেমেন্ট প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে। গ্লোবাল ফিনটেক ফেস্টে এনপিসিআই Hello UPI এর এই নতুন পরিষেবাটি চালু করেছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। এটি হিন্দি এবং ইংরেজিতে ভয়েস মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন, ফোন কল এবং ইন্টারনেট অফ থিংস (IOT) ডিভাইসের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। এ ছাড়া বুধবার এনপিসিআই-এর পক্ষ থেকে ইউপিআই-এর অন্যান্য কিছু জিনিস চালু করা হয়েছে।

ইউপিআইতে এই নতুন ফিচারটি যুক্ত করার এনপিসিআই-এর উদ্দেশ্য হ’ল ডিজিটাল পেমেন্টে ব্যবহারকারীদের অ্যাক্সেস বাড়ানো। বর্তমানে হ্যালো ইউপিআই ফিচারের মাধ্যমে ভয়েস মোডে পেমেন্টের সীমা ১০০ টাকা। আপনি কোথাও না গিয়ে ফোন কলের মাধ্যমে হ্যালো ইউপিআই বলে অর্থ প্রদান করতে পারেন। এনপিসিআই-এর মতে, পেমেন্টের আগে গ্রাহকরা ক্রেডিট লাইন ব্যবহার করে ব্যাঙ্কের কাছ থেকে অনুমতি নিতে পারেন।

NPCI-এর তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইংরেজি এবং হিন্দিতে এই ফিচারটি লঞ্চ করেছে।পাশাপাশি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ‘Lite X’ নামে আরেকটি সুবিধা নিয়েও হাজির হয়েছে। এটি অফলাইন লেনদেনেও ব্যবহার করা যেতে পারে বলে দাবি করা হয়েছে।