ব্যাঙ্কের এই ভুলে প্রতিদিন পাবেন ৫০০০ করে টাকা! বড় নির্দেশ RBI-র, আপনিও পাবেন ফায়দা

আপনিও কি হোম লোন (Home Loan) নিয়েছেন? বা নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত জরুরি খবর। বুধবার হোম লোন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বা RBI। আজ একটি বিশেষ সার্কুলার জারি করেছে আরবিআই। আর এই সার্কুলার দেখে অনেকেরই ঘুম উড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আপনারও নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে আরবিআই-এর এই সার্কুলারে এমন কী লেখা আছে যা দেখে সকলের রাতের ঘুম উড়ে যেতে পারে? বিস্তারিত জানতে আপনিও তাহলে আর দেরী না করে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। বিশেষ করে আপনিও যদি কোনো ব্যাঙ্ক বা NBFC (Non-Banking Financial Company) থেকে হোম লোন নিয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এক জরুরি খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক এবং অন্যান্য ঋণদাতাদের ঋণ নিষ্পত্তির ৩০ দিনের মধ্যে ঋণগ্রহীতার মূল নথি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরবিআই-এর তরফে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাঙ্কগুলি যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে যিনি ঋণ নিয়েছেন তাঁকে দৈনিক ৫,০০০ টাকা হারে ক্ষতিপূরণ দিতে হবে। সম্প্রতি একাধিক ব্যাঙ্ক থেকে নথি হারিয়ে যাওয়ার অভিযোগ উঠে আসছিল। এদিকে এই অভিযোগ নজরে পড়তেই নড়েচড়ে বসে আরবিআই। যাতে ব্যাঙ্ক গ্রাহকদের বিশেষ করে যারা হোম লোন নিয়েছে তাঁদের আর কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে আরবিআই-এর তরফে।

নতুন নির্দেশিকার আওতায় ব্যাংক, এনবিএফসি, হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশন, অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, আঞ্চলিক ব্যাঙ্ক ও সমবায় ব্যাঙ্ক আসবে। অর্থাৎ এবার থেকে লোনের পুরো টাকা পরিশোধের ৩০ দিনের মধ্যে সমস্ত কাগজপত্র ব্যাঙ্ক বা উক্ত যে কোনও ফাইনান্সিয়াল সংস্থাকে ফাইল ঋণগ্রহীতাকে ফেরত দিতে হবে।  আর সেই সময়সীমা মাত্র ৩০ দিন। এই ৩০ দিনের মধ্যে যদি উক্ত ব্যাঙ্ক বা এনবিএফসি নথি না ফেরত দেয় তাহলে বড়সড় জরিমানা অপেক্ষা করবে তাদের জন্যে। আর জরিমানার টাকা হবে ৫০০০ টাকা।

এই বিশেষ নিয়মটি আগামী ১ ডিসেম্বর, ২০২৩ থেকে কার্যকর হবে। শুধু তাই নয়, আরবিআই-এর তরফে আরও বলা হয়েছে যে যদি কোনো ঋণগ্রহীতার সম্পত্তির নথি হারিয়ে যায়, সেক্ষেত্রে ব্যাঙ্ক’কে নথিগুলির ডুপ্লিকেট কপি পেতে গ্রাহককে সহায়তা করতে হবে।