ফের বদলাতে চলেছে ৫০০ টাকার নোট, বড়সড় পরিকল্পনা নিল RBI

সালটা ২০১৬ সালের নভেম্বর মাস। সরকার ভারতের নোট (Indian Rupee) বদলের সিদ্ধান্ত নেয়। ১০০০ টাকার নোট হারিয়ে যায় ভারত (India) থেকে। ৫০০ এবং ২০০০ এর নতুন নোট আসে বাজারে। এরপর প্রায় ৬ বছর কেটে গিয়েছে সেই সময়ের নোটগুলির। কিন্তু জানা যাচ্ছে আবারো সরকার তাদের ৫০০ টাকার নোটে পরিবর্তন আনতে চলেছে। চলুন দেখে নিই কি তথ্য দিচ্ছে সরকার।

সারা দেশে যতগুলো নোট চালু রয়েছে সেই নিয়ে একাধিক প্রশ্ন তোলে বম্বে হাইকোর্ট। আদালত পরামর্শ দিয়েছে নোট ও কয়েনগুলিকে দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কী করে আরও সহায়ক করে তোলা যায় সেই উপায় নিয়ে ভাবতে। এবার নোটগুলোকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরও সহায়ক করে তোলার ক্ষেত্রে আপডেট চেয়েছে।

এই প্রথম না এর আগেও কিছু পরিবর্তন হয়েছে : এর আগেও বেশ কিছু পরিবর্তন করে সরকার। আসলে এবার নোটকে স্পর্শ করার ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে সরকার। আর এই পরিবর্তনের ফলে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা খুব সহজেই নোটের মধ্যে পার্থক্য করতে পারবেন। অনেক আলোচনা করার পরই এই পরিবর্তন আনছে সরকার।

এছাড়া রিজার্ভ ব্যাংক সম্প্রতি তাদের MANI অ্যাপ আপডেট করেছে। আগে শুধুই হিন্দি এবং ইংরাজি ভাষা কাজ করতো। কিন্তু এবার অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু ভাষাতেও ব্যাবহারকারীরা এই অ্যাপ ব্যাবহার করতে পারবেন।

rbi 1fa

প্রসঙ্গত ২০২০ সালে রিজার্ভ ব্যাংক দৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই অ্যাপটি চালু করেছিল। তাদের যাতে নোট চিনতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই অ্যাপ লঞ্চ করে রিজার্ভ ব্যাংক। আপনি নোট হতে নিয়ে এই অ্যাপ চালু করলেই মাধ্যমে জানিয়ে দেয় সেটি কত টাকার নোট।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button