উৎসবের মরশুমের মধ্যেই বড়সড় ঝটকা দিল RBI, চরম প্রভাব পড়বে জনগণের উপর

সারাবিশ্বেই বেড়ে চলছে মুদ্রাস্ফীতি। আমেরিকা এবং ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের প্রথম সারির উন্নত দেশগুলো এই মুদ্রাস্ফীতির কারণে জর্জরিত। কিন্তু সেখানেও একমাত্র ভারতের (India) অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা ঠিক রয়েছে। আর এরই মধ্যে মুদ্রাস্ফীতিতে রাশ টানতে আবারো রেপো রেট বাড়িয়েছে আরবিআই (Reserve Bank of India)।
এবার আরো একবার RBI Repo Rate বাড়িয়েছে ৫০ বেসিস পয়েন্টে। অর্থাৎ এবার থেকে আপনার লোন থেকে শুরু করে EMI সমস্তকিছুই দামী হতে চলেছে। রেপো রেট এর পরিমাণ ৫.৪০% থেকে বাড়িয়ে এক্কেবারে ৫.৯০% এ বাড়ানো হয়েছে। এছাড়া SDF এর হারও ৫.১৫% থেকে ৫.৬৫% করেছে RBI।
RBI সূত্রে খবর যে, এরপরেও মুদ্রাস্ফীতি দেশের জন্য বেশ চিন্তার এবং উদ্বেগজনক বিষয়। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে তাই রিজার্ভ ব্যাংকও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাংক মে মাস থেকেই রেপো রেট এর পরিমাণ বাড়িয়ে যাচ্ছে। গত মে মাসে হঠাৎ করেই ০.৪০ শতাংশ সুদের হার বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক, তারপর থেকে আজ অবধি মোট ১.৯০% বৃদ্ধি পেয়েছে সুদের পরিমাণ।
ঋণ আরো ব্যয়বহুল হতে চলেছে: আগামী সময়ে ঋণ আরো ব্যায়বহুল হতে চলছে। রিজার্ভ ব্যাংক তাদের রেপো রেট বাড়ানোর ফলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার খরচ আরো বাড়তে চলেছে। আর তার প্রত্যক্ষ প্রভাব পড়বে জনগণের ওপর।
FD তে বাড়বে সুদের হার: রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোয় ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটা বাড়াবে। ফলে সেক্ষেত্রে আপনার কিছু লাভ হতে পারে।
কিন্তু কী এই রেপো রেট: সাধারণ জনগণ যেমন ব্যাংক থেকে টাকা নেয় তেমনই ব্যাংকগুলোও তাদের টাকা নেয় রিজার্ভ ব্যাংক থেকে। এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক তাদের যে হারে টাকা দেয় সেটাকেই বলা হয় রেপো রেট।